তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।।
আসছে ২৪ শে মাঘ ১৪৩০ বঙ্গাব্দ (৮ ফেব্রুয়ারী ২০২৪) বৃহস্পতিবার কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলাধীন উত্তর চান্দলা আদি শিব মন্দির প্রাঙ্গণে অষ্ট প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞোৎসব অনুষ্ঠিত হবে। এ তথ্য নিশ্চিত করেছেন উত্তর চান্দলা আদি শিব মন্দির পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ বিশিষ্ট হোমিও চিকিৎসক ডাঃ নারায়ণ চন্দ্র পাল।
তদুপলক্ষে আগেরদিন বুধবার (৭ ফেব্রুয়ারী) বিকেলবেলা শুভ অধিবাস, গঙ্গা আবাহন ও মঙ্গল ঘট স্থাপন শেষে অধিবাস অন্তে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ। এরপর ২৪ মাঘ (৮ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার সূর্যোদয় হতে অষ্ট প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন আরম্ভ হয়ে পরদিন ২৫ মাঘ (৯ ফেব্রুয়ারী) শুক্রবার সূর্যোদয়ে সমাপ্ত হয়। এরমধ্যে ২৪ মাঘ বৃহস্পতিবার শ্রী শ্রী শিব ঠাকুরের পূজা অর্চনা শেষে মধ্যাহ্নে শ্রী শ্রী মহাপ্রভুর ভোগরাগ অন্তে উৎসবে আগত ভক্ত-শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ।
উক্ত মহতী অনুষ্ঠানের প্রতিটি পর্বে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাইকে অংশগ্রহণ করে উৎসবানুষ্ঠানকে সাফল্য মন্ডিত করার অনুরোধ জানিয়েছেন উত্তর চান্দলা আদি শিব মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।