1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
চৌদ্দগ্রামে বিএনপি’র কালো পতাকা মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত - Dainik Cumilla
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে কনকাপৈত ইউনিয়নে ০৯নং ওয়ার্ড বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল মাহে রমজান সংযম, ত্যাগ, ধৈর্য্য ও শৃঙ্খলার শিক্ষা দেয়: সফিকুর রহমান ব্রাহ্মণপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক কুমিল্লা আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল মতিনের প্রথম জানাজায় মুসল্লিদের ঢল ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)’র ইফতার মাহফিল সম্পন্ন মনোহরগঞ্জের বিপুলাসারে চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা কুমিল্লায় বিজিবি’র অভিযানে ১ কোটি ১৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ নাঙ্গলকোটে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা শ্রীঘরে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। যারা লুটপাট করছে তাদের কথা আসছে না -বরকত উল্লাহ বুলু

চৌদ্দগ্রামে বিএনপি’র কালো পতাকা মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ৮৯ বার পঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ ১ দফা দাবি আদায়ের লক্ষ্যে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদার নির্দেশনায় চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে কালো পতাকা মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার অংশের গুরুত্বপূর্ণ স্থান পদক্ষিণ শেষে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে সমাপ্ত হয়।

মঙ্গলবার বিকালে চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির আহবায়ক হারুন অর রশিদ মজুমদার এর সভাপতিত্বে ও সদস্য সচিব শরীফুল ইসলাম দুলাল এর পরিচালনায় চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে মিছিল পরবর্তী সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহআলম রাজু।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী নুরু, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক মো: মোস্তফা কমিশনার, মো: আক্তার হোসেন, মো: দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, সদস্য সচিব শাহনেওয়াজ মজুমদার, পৌরসভা যুবদলের আহবায়ক মো: হাসান, যুগ্ম আহবায়ক আশিকুর রহমান আশিক, সদস্য সচিব বদিউল আলম নোমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: খোরশেদ আলম, সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুর রহিম, উপজেলা মৎস্যজীবি দলের আহবায়ক আব্দুর রাজ্জাক, পৌরসভা মৎস্যজীবি দলের আহবায়ক মো: সুজন রানা, পৌরসভা কৃষক দল নেতা আব্দুল মমিন, পৌরসভা শ্রমিক দলের আহবায়ক আব্দুর রহমান, সদস্য সচিব মো: ওসমান গণি, পৌরসভা ছাত্রদলের আহবায়ক ইব্রাহিম খলিল অনিক প্রমুখ।

এ সময় চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD