1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ব্রাহ্মণপাড়ায় অপহরণেরপর মুক্তিপণ আদায়, গ্রেফতার ২ জন। - Dainik Cumilla
শুক্রবার, ১৬ মে ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় পুলিশ কনস্টেবল পদে ১২০ টাকায় চাকরি পেলেন ৭৫ জন বৈষম্য ও সু-বিচার নিশ্চিত প্রসঙ্গে কিছু কথা তারেক রহমান ১৭ বছরে দেশে না এসে বিএনপিকে অনেক বেশি শক্তিশালী করেছেন ; কুমিল্লায় মির্জা আব্বাস ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে কুবি শাখা ছাত্রদলের বিক্ষোভ মিছিল লাকসামে সাগরীকা বাস উল্টে এক যাত্রী নিহত: আহত ৭ কুমিল্লায় চালু হলো এখন চার্জের দ্বিতীয় ইভি চার্জিং স্টেশন নাঙ্গলকোটে ফেনসিডিল ও গাঁজাসহ মাদক কারবারি আটক ব্রাহ্মণপাড়ার ৩৬টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ ব্রাহ্মণপাড়ায় মহালক্ষীপাড়া সিনিয়র মাদ্রাসার সভাপতি হলেন মাওলানা রেজাউল করিম কুমিল্লায় হামলার ঘটনায় জড়িত থাকায় ছেলেকে পুলিশে দিলেন এক বিএনপি নেতা

ব্রাহ্মণপাড়ায় অপহরণেরপর মুক্তিপণ আদায়, গ্রেফতার ২ জন।

  • প্রকাশিতঃ বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১৪৮ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল ।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মোঃ মালু মিয়া (৩৮) নামে একজনকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। গত মঙ্গলবার (১৬ জানুয়ারী) বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে মোঃ মালুমিয়ার স্ত্রী বাদী হয়ে ১৭ জানুয়ারি ব্রাহ্মণপাড়া থানায় পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মালু মিয়া ব্রাহ্মণপাড়া থানার সিদলাই গ্রামের মৃত শাহআলমের ছেলে।

গ্রেফতার কৃতরা হলেন ব্রাহ্মণপাড়া থানার উত্তর চান্দলা গ্রামের মোঃ পারভেজ (২৪) ও টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার কোদালিয়া গ্রামের মোঃ মারুফ হোসেন (২০)। অপর আসামিরা হলেন ব্রাহ্মণপাড়া থানার রামচন্দ্রপুর গ্রামের রেনু খার ছেলে ইমরান হোসেন (৩০), একই এলাকার দেউস গ্রামের মোঃ আলীর ছেলে মোঃ রাব্বি (২০) এবং গঙ্গানগর গ্রামের মৃত তৈয়ব আলী সরদারের ছেলে আবুল হোসেন (৪৫)।

থানা ও আজাহার সূত্রে জানা যায়, গত  মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা টানা ব্রিজ এলাকা হইতে মোঃ মালুমিয়া কে অপহরণ করে অটো রিক্সা যোগে শশীদল ইউনিয়নের আসামি আবুল হোসেনের বাড়িতে নিয়ে আটক করে রাখে। মুক্তিপণ হিসেবে ২ লক্ষ টাকা এনে দিতে বলে। এতটাকা এনে দিতে অপারগতা প্রকাশ করলে তাকে মারধর করে এবং একপর্যায় ৪০ হাজার টাকায় মুক্তি দিতে রাজি হয় অপহরণ কারীরা।

মালুমিয়া তার স্ত্রীর কাছে ফোন দিয়ে  ৪০ হাজার টাকা বিকাশ করতে বললে তার স্ত্রী এর মধ্যে ১০ হাজার টাকা বিকাশে প্রেরণ করেন এবং বাকি ৩০ হাজার টাকা পরে দেবেন বলে তাদের জানান। মালু মিয়ার স্ত্রী এক পর্যায়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশের একটি দল শশীদল সালদা নদী রেল স্টেশনের পাশে সালদা স্টোরের বিকাশ এজেন্ট থেকে ১০ হাজার টাকা তোলার সময় পুলিশ আসামী মোঃ পারভেজ ও মোঃ মারুফ হোসেনকে গ্রেফতার করে। পুলিশ তাদের তথ্যের ভিত্তিতে আসামি আবুল হোসেনের বসতবাড়ি হইতে মোঃ মালুমিয়া কে উদ্ধার করে।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ এস এম আতিক উল্লাহ বলেন, অপহরণকারী বাকী আসামীদের গ্রোফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD