শামীম রায়হান॥
দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের এমএ জলিল উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় মেয়াদের ম্যানেজিং কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হলেন ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান৷
সোমবার(১৫ জানুয়ারি)সকালে দাউদকান্দি উপজেলা পরিষদের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়৷
এসময় তিনি নির্বাচিত হয়ে স্থানীয় সাংবাদিকদের এক প্রতিক্রিয়ায় ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান বলেন, দাউদকান্দি উপজেলার শহীদ নগর এমএ জলিল উচ্চ বিদ্যালয় হবে একটি আদর্শ স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান।
বিদ্যালয়টি অত্যন্ত সুন্দর জায়গায় অবস্থিত এ বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষা উপকরণ রয়েছে এবং ফলাফলও ভাল। বিদ্যালয়টি সকল প্রতিযোগীতামূলক কার্যক্রমে অংশ গ্রহণ করে বেশ সুনাম অর্জন করেছে যা অন্যান্য বিদ্যালয়ের জন্য অনুকরণ হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেন৷
বিশিষ্ট সমাজসেবক শিক্ষা অনুরাগী ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান আরও বলেন বিদ্যালয়ের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দাউদকান্দি তিতাসের গণমানুষের নেতা নবনির্বাচিত সংসদ সদস্য আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি ইঞ্জিনিয়ার আব্দুস সবুর এমপি মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় কমিটির বাকি সদস্য ও
বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পরামর্শ নিয়ে স্কুলটিকে একটি আদর্শ ও আধুনিক স্কুলে রুপান্তরিত করব ইনশাল্লাহ।