1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ব্রাহ্মণপাড়ায় মনির ও সবুজের পরিবারের উপর সন্ত্রাসী হামলা অভিযুক্তদের দৃষ্ঠান্তমূলক শাস্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানবন্ধন - Dainik Cumilla
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১০:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার ধর্মসাগর থেকে ভাসমান অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার কুমিল্লার চান্দিনায় পুরুষকে বেঁধে নারী কর্মীকে যৌন নির্যাতন কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকসেবনকারীকে ১৫ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইসলামী ফ্রন্টের উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াত সমর্থকদের মাঝে ব্যাপক সংঘর্ষ, হতাহত ২০ কুমিল্লা-চাঁদপুর সড়কে ত্রিমুখী সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু, আহত পাঁচজন বদর যুদ্ধের তাৎপর্য ও শিক্ষা আজ ঐতিহাসিক বদর দিবস কুমিল্লার তিতাসে কবরস্থানের পাশ থেকে নারীর লাশ উদ্ধার দেবিদ্বারে রুবেল হত্যা মামলার আসামী বিল্লাল গ্রেপ্তার

ব্রাহ্মণপাড়ায় মনির ও সবুজের পরিবারের উপর সন্ত্রাসী হামলা অভিযুক্তদের দৃষ্ঠান্তমূলক শাস্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানবন্ধন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১৮০ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে বাসিন্দা মনির হোসেন ও সবুজের পরিবারের উপর হামলাকারী সন্ত্রাসীদের দৃষ্ঠান্তমূলক শাস্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও ব্রাহ্মণপাড়া সদর বাজারের ব্যবসায়ী সংগঠন। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় উপজেলা সদর বাজারের উপজেলা পরিষদ সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ব্রাহ্মণপাড়া সদরের বাসিন্দা কুখ্যাত মাদক ব্যবসায়ী, মোবাইল চোরের গডফাদার ও কিশোর গ্যাংদের মদদদাতা সন্ত্রাসী সবুজ (২৫) গংরা একই এলাকার বাসিন্দা মফিজুল ইসলামের ছেলে ও বাহ্মণপাড়া সদর বাজারের ব্যবসায়ী মনির হোসেন ও একই বাড়ির আবুল বাশারের ছেলে সবুজের পরিবারের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে ৬ জনকে আহত করেছে। ঘটনায় জড়িত হামলাকারী সবুজ, জয়নাল হোসেন, ইকবাল হোসেন, মো. সোহেল, মিজান মিয়া, সাদ্দাম হোসেন ও কামাল হোসেন গংদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির প্রদানের জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের নিকট দাবি জানান বক্তারা। মানববন্ধনে বক্তব্য দেন ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হান্নান, ব্রাহ্মণপাড়া সদর বাজার পরিচালান কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির, মধুমতি হসপিটালের চেয়ারম্যান নাজমুল হাসান শরিফ, ব্যবসায়ী মনির হোসেন, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন ছাত্রলীগ নেতা সজিব প্রমূখ। এছাড়া এতে ব্রাহ্মণপাড়া সদর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও ব্রাহ্মণপাড়া সদর বাজারের ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। থানায় মালার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যায় মোবাইল চুরিকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সবুজ, জয়নাল হোসেন, ইকবাল হোসেন, মো. সোহেল, মিজান মিয়া, সাদ্দাম হোসেন ও কামাল হোসেন গংরা স্থানীয় মো. সিয়াম (১৮), মো. জুয়েল মিয়া (৩০), মো. সবুজ (৩৮), মো. মনির হোসেন (৩৫), মো. শাহজাহান (৩০) ও মো. মামুন মিয়া (২৪) এর উপর দা, চাপাতি, লোহার রড ও লাঠি-সোটা নিয়ে অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে তাদের গুরুতর আহত করে।
এসময় তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে হামলাকারীরা বিভিন্ন হুমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ঘটস্থল থেকে পালিয়ে যায়। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ও ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় আহতদের পরিবারের পক্ষ থেকে ব্রাহ্মণপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আতিক উল্লাহ বলেন, এ ঘটনায় থানায় উভয় পক্ষ মামলা দায়ের করেছেন। এছাড়া এ ঘটনায় মাদক ব্যবসায়ী, চোরের ও কিশোর গ্যাংদের কাছ থেকে পরিত্রাণ চেয়ে বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণপাড়া সদর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও ব্রাহ্মণপাড়া সদর বাজারের ব্যবসায়ীগণ মানববন্ধণ করেছেন। পরে তারা আমার কাছে একটি স্মারকলিপি দিয়েছেন। ওসি এস এম আতিক উল্লাহ বলেন, বিষয়টি আমরা তদন্ত করছি। তদন্তসাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD