শামীম রায়হান॥
অসহায় দুস্থ ও কর্মহীন মানুষ মাঝে অনুদান বিতরণ করা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া’র ঐচ্ছিক তহবিল থেকে ৪১ জন উপকারভোগী মানুষকে ২লাখ ৫০ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়েছে।
উপজেলা সভাকক্ষে মঙ্গলবার ( ৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে এ অর্থ বিতরণ করেন, মেজর জেনারেল(অব.) সুবিদ আলী ভূঁইয়া এমপি৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আহসান হাবীব চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক পিপিএম, পৌর প্যানেল মেয়র রকিবউদ্দীন রকিব, সাবেক কাউন্সিলর ইয়াসমিন বেগম, উপজেলা ছাত্র লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বাবু ও উপজেলা মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক শিউলি আক্তার প্রমুখ