শামীম রায়হান॥ “জীবনের জন্য, পরিবারের জন্য তামাক কোম্পানির আগ্রাসন প্রতিহত করুন”প্রতিপাদ্যকে সামনে রেখে
কুমিল্লার দাউদকান্দিতে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৩ উপলক্ষে দেশব্যাপী তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন:তামাক কোম্পানি বেপরোয়া শীর্ষক এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯অক্টোবর) দুপুরে উপজেলার সুন্দলপুর মডেল ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ মাদক বিরোধী জোট (এএইচআরডি) এর আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এএইচআরডি’র সমন্বয়ক আবুল হাসান আজমীর সঞ্চালনায় সংবাদ সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সুন্দলপুর মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসলাম মিয়াজি। তিনি তামাক নিরোধে সামাজিক সচেতনতার উপর গুরুত্বারোপ করেন। আসলাম মিয়াজি বলেন,তামাক সবচেয়ে বেশি গ্রাস করছে উঠতি বয়সীদের। তিনি তামাকের ক্ষতিকর দিক তুলে ধরে সামাজিকভাবে সচেতনতা সৃষ্টিতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
পরে তামাকের বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরে উপস্থিত অন্যান্য অতিথি ও সাংবাদিকেরা আলোচনা করেন।
তারা বলেন, কোম্পানিগুলোর অতি মুনাফার বলি হচ্ছে সমাজ। তামাক প্রতিরোধে কার্যকর আইন থাকলেও এর যথাযথ ও সুষ্ঠ প্রয়োগ হচ্ছে না। দিন-দিন বাড়ছে তামাকের ব্যবহার। আর সুযোগ কাজ লাগিয়ে বেপরোয়া হয়ে উঠছে তামাক কোম্পানি। আলোচকরা সরকারের কাছে তামাক বিরোধী আইন যথাযথ প্রয়োগের আহবান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সুন্দলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, সিনিয়র মেডিকেল অফিসার শাহেদা আক্তার, এএইচআরডি’র প্রোগ্রাম হেড ঝর্ণা আক্তার, পরিচালক অর্থ ও সমন্বয়কারী মুহাম্মদ আব্দুল বারী প্রমুখ।