স্টাফ রিপোর্টার ।।
বুধবার ২০ সেপ্টেম্বর সকালে চৌদ্দ্গ্রাম মডেল থানায় কর্মরত এসআই মোঃ আবদুল মতিন ফোর্স সহ চৌদ্দগ্রাম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানাধীন ১১নং চিওড়া ইউপিস্থ সুজাতপুর সাকিনে লাকি হোটেলের পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার উপর হতে পলাতক অজ্ঞাতনামা সিএনজি চালক সহ ২ জন আসামীর ফেলে যাওয়া ১০০ বোতল বিদেশ মদ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি গাড়ী উদ্ধার করেন।
এ বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি ত্রিনাদ সাহা।
ওসি আরও জানান ঘটনায় চৌদ্দগ্রাম থানায় এজাহার দায়ের করলে চৌদ্দগ্রাম থানায় মামলা রুজু করা হয়।