1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
প্রজন্ম লীগ সভাপতির’ বাড়ি থেকে ছিনতাইয়ের কোটি টাকা উদ্ধার, থানায় মামলা - Dainik Cumilla
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা ট্রমা হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ আমার পরিচয়ে কেউ তদবির-চাঁদাবাজি করলে আইনি ব্যবস্থা নিন: আবু রায়হান দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক দেশ গড়তে যোগ্য ও সৎ মানুষের বিকল্প নেই…ডক্টর এডভোকেট মোবারক হোসাইন ব্রাহ্মণপাড়ার সালদানদী বিজিবির অভিযানে দুই ভারতীয় নাগরিক আটক ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিন মালিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা, ৬শ ফোট পাইপ বিনষ্ট কুমিল্লায় বিজিবির অভিযানে ২৭ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ কুমিল্লায় ১২ মামলার আসামি ইয়বাসহ গ্রেফতার ব্রাহ্মণপাড়ায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাচ্ছে প্রায় ৩৭ হাজার শিশু চৌদ্দগ্রামে পরিবারের সাথে অভিমানে বিষপানে গৃহবধূর আত্মহত্যা দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশাচালক নিহত

প্রজন্ম লীগ সভাপতির’ বাড়ি থেকে ছিনতাইয়ের কোটি টাকা উদ্ধার, থানায় মামলা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৭ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার দাউদকান্দি ‘উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি’ সোহেল রানার বাড়ি থেকে ১ কোটি ৮ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা সদরের উত্তর ইউনিয়নের কদমতলী এলাকায় তাঁর বাড়ি থেকে টাকাগুলো উদ্ধার করা হয়। এই ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, গত রোববার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলা সদরের তুজারভাঙ্গা এলাকায় সশস্ত্র ছিনতাইকারীরা একটি প্রাইভেট কার আটকে সাইফুল ইসলাম নামের এক ব্যবসায়ীর ১ কোটি ৭০ লাখ টাকা ছিনিয়ে নেয়। দাউদকান্দি মডেল থানা-পুলিশ অভিযান চালিয়ে গতকাল সোমবার বিকেলে উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি পরিচয়ধারী ও দাউদকান্দি বাজার কমিটির সেক্রেটারি মো. সোহেল রানার বাড়ি থেকে ছিনতাই হওয়া ১ কোটি ৮ লাখ টাকা উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহেল পালিয়ে যান।
ছিনতাইয়ের শিকার সাইফুল ইসলাম কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, সাইফুল বলেছেন ওসব টাকা জমি বিক্রির। কিন্তু এত টাকা তিনি কোথায় নিয়ে যাচ্ছিলেন, তাও খতিয়ে দেখা হবে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ছিনতাইয়ের ঘটনায় গতকাল সোমবার সন্ধ্যায় সাইফুল ইসলাম বাদী হয়ে সোহেল রানাকে আসামি করে অজ্ঞাতপরিচয় আরও দুই-তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
এ ব্যাপারে বক্তব্য জানতে ‘দাউদকান্দি উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি’ সোহেল রানার মোবাইলে একাধিকবার ফোন দিয়েও বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ঘটনার ৯ ঘণ্টার মধ্যে ছিনতাই হওয়া ১ কোটি ৭০ লাখ টাকার মধ্যে ১ কোটি ৮ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। ছিনতাই হওয়া বাকি টাকা উদ্ধারসহ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে এক প্রশ্নের জবাবে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আলী মাস্টার বলেন, ‘অনেকে আওয়ামী লীগের সহযোগী বা ভ্রাতৃপ্রতিম সংগঠন পরিচয় দিয়ে অবৈধ কাজ করে যাচ্ছে। আমার জানা মতে, জেলায় মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ নামে কোনো কমিটির অনুমোদন নেই। কেন্দ্রের অনুমোদন আছে কি না, তা কেন্দ্রীয় নেতারা বলতে পারবেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD