গোলাম হোসাইন তামজীদ ।।
২০০৪ সালের ২১ শে আগস্টে বর্বর রচিত গ্রেনেড হামলার প্রতিবাদে ও হামলাকারীদের বিচারের রায় অবিলম্বে কার্যকর করার দাবিতে কুমিল্লায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জসীমউদ্দীন। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার, যুগ্ন সাধারণ সম্পাদক পার্থ সারথি দত্ত, সাংগঠনিক সম্পাদক রূপম মজুমদার, উপদেষ্টা স্থাপন পাল, ক্রীড়া সম্পাদক আবদুস ছালাম বেগ, অর্থ সম্পাদক আলী আকবর, ধর্ম সম্পাদক এ বি এম বাহার, শ্রম সম্পাদক মানিক খন্দকার, মহিলা আওয়ামীলীগের কোহিনুর বেগম এবং স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক এ বি এম খোরশেদ আলম, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মহসিন রহমান, জেলা মৎস্যজীবী লীগের মোঃ শাহ আলম , মিনহাজুল হাসান রাফি সহ কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আরো বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত বিক্ষোভ মিছিলটি দক্ষিণ জেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় হতে শুরু করে কান্দিরপাড় লিবার্টি মোড় হয়ে ঘুরে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ পার্টি অফিসে এসে শেষ হয়।
আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও মুনাজাত করেন কুমিল্লা নগরীর কান্দির পাড় জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ ইব্রাহিম আলক্বাদেরী।