শামীম রায়হান॥
দাউদকান্দি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুলাই ) দুপুরে উপজেলা পরিষদের মিলনায়তনের হল রুমে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. মহিনুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অব. মোহাম্মদ আলী সুমন।
এ সময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন,ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন,মহিলা ভাইস-চেয়ারম্যান রোজিনা আক্তার,সহকারী কমিশনার(ভূমি)জিয়াউর রহমান,উপজেলা আওয়ামীলীগ সভাপতি আহসান হাবিব চৌধুরী, মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ভূঞা৷
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেন,প্যানেল মেয়র ও উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি রকিব উদ্দিন রকিবসহ সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ।