নেকবর হোসেন :
কুমিল্লার চান্দিনায় বিদ্যুৎ স্পৃষ্টে আলাউদ্দিন (১৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয় ।গতকাল (১ জুলাই) রাত ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন চান্দিনার কেরণখাল ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের একটি মৎস্য খাদ্যের ফ্যাক্টরীতে এ দুর্ঘটনা ঘটে । নিহত মোঃ আলাউদ্দিন দেবীদ্বার উপজেলার ভানী ইউনিয়নের ফুলতলী গ্রামের ময়নাল হোসেন এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছয়ঘড়িয়া বাজার সংলগ্ন ওই মাছের খাদ্য তৈরীর কারখানার বৈদ্যুতিক তারে জড়িয়ে মারাত্মক আহতাবস্থায় আলাউদ্দিনকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৎস্য খাদ্য তৈরীর ওই ফ্যাক্টরী মালিক মোঃ আলী মিয়া বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত কিছু বলতে রাজী হননি। তবে ওই ফ্যাক্টরী নিয়ে এলাকার মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোঃ সাহাবুদ্দীন খাঁন জানান, বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।