বরুড়া প্রতিনিধি:
কুমিল্লার বরুড়ায় অসহায় ও প্রতিবন্ধী নারী পুরুষদের মাঝে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন,ছাগল,নগদ টাকা বিতরণের মধ্যে দিয়ে এক সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। একে অন্যের হাত ধরি, অন্যায় মুক্ত সমাজ গড়ি এ প্রতিপাদ্যকে সামনে রেখে এই উপহার সামগ্রী গুলো বিতরণ করেন উপজেলার বেওলাইন গ্রামের সামাজিক সংগঠন ‘যুব সমাজ কল্যাণ সংস্থা (যুসকস)।
রবিবার (৬ জুলাই) সকাল ১১টায় উপজেলার ঝলম ইউনিয়নের বেওলাইন গ্রামে বেওলাইন প্রাথমিক বিদ্যালয় মাঠে ২০ জন অসহায়, প্রতিবন্ধী নারী ও পুরুষের মাঝে সেলাই মেশিন,নলকূপ, ছাগল ও নগদ অর্থ দেওয়া হয়।
অসহায় ও কর্মহীন নারী পুরুদের স্বাবলম্বী করতে এই উদ্যোগ বলে জানান সংগঠনটি। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলার নির্বাহী অফিসার নু এমং মারমা মং ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক সহ প্রমুখ ।এছাড়াও বরুড়ার বেওলাইন গ্রামের বিভিন্ন সংগঠনের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সেলাই মেশিন পাওয়া শারমিন আক্তার বলেন,আমার একটি সেলাই মেশিনের খুব দরকার ছিল। টাকার অভাবে সেলাই মেশিন কিনতে পারি নাই। একটি সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিনের উপরে প্রশিক্ষণ নিয়েছি কিন্তু সেলাই মেশিন না থাকায় টাকা উপার্জন করতে পারি না। তারা আমাকে একটি নতুন সেলাই মেশিন কিনে দিয়েছে এবং আমি এই সেলাই মেশিন দিয়ে টাকা উপার্জন করে নিজের সংসারে কিছুটা হলেও অবদান রাখার সুযোগ পাব।
আমির হোসেন নামের আরেকজন সুবিধাভোগী জানান,আমি আজ ৩ মাস ধরে পঙ্গু অবস্থায় আছি।আমার ৪ ছেলে মেয়ে।আজ ৩ মাস ধরে আমি সাহায্য নিয়ে চলি।একটা দুর্ঘটনায় আমার একটা পা কেটে ফেলা হয়েছে। সংগঠনের একজন সদস্য আমাকে বাড়ি গিয়ে বলে আসলো আজকে বেওলাইন প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য। এখন তারা আমাকে কিছু নগদ অর্থ প্রদান করেছে। এবং আশ্বাস দিয়েছে যখন যা সাহায্য চাইবো তাদের কাছে বলার জন্য। আমি খুব খুশি হয়েছি।
এ বিষয়ে যুব সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মাহফুজ খান বলেন, আমাদের সংগঠনের যাত্রা শুরু হয়েছে আজ থেকে।আমরা যাত্রাকালে হতদরিদ্র অসচ্ছল পরিবারদের কর্মসংস্থানের জন্য ৫টি সেলাই মেশিন, ৫টি ছাগল, ৫ টি টিউবওয়েল, শিক্ষা ও চিকিৎসার বিভিন্ন সামগ্রী প্রদান করেছি ২০ টি পরিবারের মাঝে। কয়েকজন শিক্ষার্থীকে প্রতি মাসের ১ তারিখের মধ্যে পড়াশোনার সকল খরচ সংগঠন থেকে প্রদান করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে বরুড়া উপজেলার নির্বাহী অফিসার নু এমং মারমা মং বলেন, এই সংগঠন থেকে যে সকল ভাই বোনেরা আজকে বিভিন্ন সামগ্রী পেয়েছেন আমি আশা করবো সকলেই এগুলা কাজে লাগাবেন। যাদের সেলাই মেশিন দেওয়া হয়েছে তারা এইটা এখান থেকে নিয়ে ঘরে পেলে রাখবেন না। সেলাই মেশিনে কাজ করে অর্থ আয়ের পথ বেঁচে নিবেন।যারা ছাগল পেয়েছেন চেষ্টা করবেন কিভাবে এটা আরো বাড়ানো যায়। এই মানবিক ও সামাজিক কাজে পাশে থাকার জন্য সংগঠনের সবাইকে ধন্যবাদ জানাই।