1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
অধ্যাপক পদে পদোন্নতি পেলেন চৌদ্দগ্রামে কৃতিসন্তান ডা. মাসুম - Dainik Cumilla
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
আবৃত্তি সংসদ কুমিল্লার কার্যকরী কমিটি পুনর্গঠন সভাপতি-সুমনা, সাধারণ সম্পাদক-আকাইদ বেগম খালেদা জিয়ার জন্মদিনে নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়নের বিষ্ণপুর ওয়ার্ড যুবদলের দোয়া ও মিলাদ মাহফিল বুড়িচংয়ে মা-মেয়ের আত্মহত্যা সৎকার কাজে উপজেলা প্রশাসনের সহায়তা চৌদ্দগ্রামে শ্বাসরোধে গৃহবধূকে হত্যার অভিযোগ, থানায় মামলা আলাউদ্দিন মেম্বারের কবর জিয়ারত ও আলিয়ারা গ্রামবাসীর সাথে জামায়াত প্রার্থী ইয়াছিন আরাফাতের মতবিনিময় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চুরি করা মোবাইল বিক্রি করতে গিয়ে ২ চোর আটক, গাছে বেঁধে গণধোলাই নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন জামায়াতের গ্রাম প্রতিনিধি সমাবেশ কুমিল্লায় ৭৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে দোয়া মাহফিল আগামীর বাংলাদেশ হবে ইসলামী রাষ্ট্র: ডক্টর মোবারক হোসাইন

অধ্যাপক পদে পদোন্নতি পেলেন চৌদ্দগ্রামে কৃতিসন্তান ডা. মাসুম

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৮২ বার পঠিত

চৌদ্দগ্রাম  প্রতিনিধি:

ঢাকা পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্লিনিক্যাল এন্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ও একই হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান চৌদ্দগ্রামের কৃতিসন্তান ডা. মো: মহিউদ্দিন ভূঁইয়া মাসুম অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেছেন। স্বনামধন্য এ চিকিৎসক নেতা ও বিশেষজ্ঞ হৃদরোগ চিকিৎসক অধ্যাপক মো: মহিউদ্দিন ভূঁইয়া মাসুম চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের ভুলকরা গ্রামের ভূঁইয়া বাড়ীর মো: সিরাজ উদ্দীন ভূঁইয়া ও ফিরোজা বেগম দম্পতির সুযোগ্য সন্তান।

জানা গেছে, ১৯৭০ সালে জন্ম গ্রহণ করা চৌদ্দগ্রামের এ কৃতিসন্তান অধ্যাপক ডা. মো: মহিউদ্দিন ভূঁইয়া মাসুম হিঙ্গুলা হাছানিয়া উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৬ সালে কৃতিত্বের সাথে এসএসসি, ১৯৮৮ সালে রাজধানীর আদমজী কলেজ থেকে এইচএসসি পাস করেন। ১৯৯৬ সালে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে কৃতিত্বের সাথে এমবিবিএস পাসের মাধ্যমে চিকিৎসা পেশায় তার কর্মজীবন শুরু করেন। কর্মজীবনে তিনি বিভিন্ন স্থানে সততা, নিষ্ঠা ও বেশ সফলতার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি রাজধানীর ‎পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব সুনামের সাথে পালন করছেন। এছাড়াও ‎তিনি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ, ড্যাবের ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক সভাপতি, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক পরিষদের সাবেক সভাপতি, জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা মেডিকেল কলেজ শাখার সাবেক সভাপতি, বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি এনজিওগ্রাম, হার্টের রিং বসানো, প্রাইমারি পিসিআই, পেসমেকার বসানো সহ হৃদরোগের জটিল অপারেশনও করে থাকেন।

উল্লেখ্য, হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মহিউদ্দিন ভূঁইয়া মাসুম নিজ জেলা কুমিল্লার রোগীদের সেবা দিতে কুমিল্লা মর্ডাণ হাসপাতালে প্রতি বৃহস্পতিবার রাতে এবং ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে দুপুরে ১টা পর্যন্ত রোগি দেখেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD