1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ব্রাহ্মণপাড়ায় হেরার আলো হিফজুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত - Dainik Cumilla
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার সাংবাদিক রুবেল মজুমদার নির্বাচিত হলেন প্রচার সম্পাদক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রাষ্ট্রনায়ক হিসেবে জিয়াউর রহমানের আবির্ভাবের সন্ধিক্ষণ ছিল ৭ই নভেম্বর-ড.মারুফ হোসেন শ্রীফলিয়া আইডিয়াল একাডেমির মতবিনিময় সভা ও ভর্তি কার্যক্রম উদ্বোধন কুমিল্লা মহানগরী জামায়াতের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হাজী ইয়াছিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কুমিল্লা–৬ এ হাজী ইয়াছিনের মনোনয়ন প্রত্যাশায় মসজিদে মসজিদে বিশেষ দোয়া শিক্ষক আহত: কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে শিক্ষার্থীদের অবরোধে দীর্ঘ যানজট, সেনা হস্তক্ষেপে স্বাভাবিক কুমিল্লায় বিএনপির মনোনয়নবঞ্চিত ইয়াছিনের অনুসারীদের গণ-ইফতার নাঙ্গলকোটে ফায়ার সার্ভিস স্থাপন ও কুমিল্লা বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণপাড়ায় হেরার আলো হিফজুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫১ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় হেরার আলো হিফজুল কোরআন ফাউন্ডেশন-এর উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৮ ফেব্রুয়ারী ব্রাহ্মণপাড়া উপজেলার ৫০টি হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কুরআনের আলোকে নতুন প্রজন্মকে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতা আয়োজনের মূল লক্ষ্য৷ হিফজুল কোরআন প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকার ৫০ টি হাফিজিয়া মাদরাসার ২৫০ জন শিক্ষার্থী অংশ নেয়৷ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দুই পর্বে বাছাই ও ফাইনাল রাউন্ড৷ হেরার আলো হিফজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা খালেদ সাইফুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান৷ বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মোবারক হোসেন, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ হাবিবুর রহমান, উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মাছুম বিল্লাহ, কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের সভাপতি মুফতি দেলোয়ার হোসেন, হেফাজতে ইসলাম ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার সভাপতি মুফতি রফিকুল ইসলাম, প্রতিযোগিতার ১০ পাড়া গ্রুপের স্পন্সর হিসেবে ছিলেন, মোঃ ফজলে রাব্বি পলাশ, মধুমতি হসপিটাল প্রাইভেট লিমিটেড, দি ভিশন হসপিটাল, আল মদিনা ইঞ্জিনিয়ারিং ও বিল্ডিং ডিজাইন৷ ৫ পাড়া গ্রুপের স্পন্সর ছিলেন, শিশু মাতৃ হসপিটাল প্রাঃ লিমিটেড, বসুন্ধরা মেডিকেল হল, মেসার্স সাইফুল ইসলাম এন্টারপ্রাইজ৷ এসময় সংগঠনের সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক, বিভিন্ন হাফিজিয়া মাদরাসার প্রধান, উপজেলার ৫০টি হাফিজিয়া মাদরাসার থেকে ২৫০ জন হাফেজ এবং ফাউন্ডেশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন৷ প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন অতিথি বৃন্দ৷ এসময় বক্তারা বলেন কোরআনের আলো প্রতিটি ঘরে ঘরে পৌছাতে হেলার আলো হিফজুল কোরআন ফাউন্ডেশন এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে৷ ইনশাআল্লাহ আগামীতে আমরা হিফজুল কোরআন প্রতিযোগীতা আরো ব্যাপক ভাবে আয়োজন করব৷

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD