মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় হেরার আলো হিফজুল কোরআন ফাউন্ডেশন-এর উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৮ ফেব্রুয়ারী ব্রাহ্মণপাড়া উপজেলার ৫০টি হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কুরআনের আলোকে নতুন প্রজন্মকে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতা আয়োজনের মূল লক্ষ্য৷ হিফজুল কোরআন প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকার ৫০ টি হাফিজিয়া মাদরাসার ২৫০ জন শিক্ষার্থী অংশ নেয়৷ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দুই পর্বে বাছাই ও ফাইনাল রাউন্ড৷ হেরার আলো হিফজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা খালেদ সাইফুল্লাহ'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান৷ বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মোবারক হোসেন, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ হাবিবুর রহমান, উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মাছুম বিল্লাহ, কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের সভাপতি মুফতি দেলোয়ার হোসেন, হেফাজতে ইসলাম ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার সভাপতি মুফতি রফিকুল ইসলাম, প্রতিযোগিতার ১০ পাড়া গ্রুপের স্পন্সর হিসেবে ছিলেন, মোঃ ফজলে রাব্বি পলাশ, মধুমতি হসপিটাল প্রাইভেট লিমিটেড, দি ভিশন হসপিটাল, আল মদিনা ইঞ্জিনিয়ারিং ও বিল্ডিং ডিজাইন৷ ৫ পাড়া গ্রুপের স্পন্সর ছিলেন, শিশু মাতৃ হসপিটাল প্রাঃ লিমিটেড, বসুন্ধরা মেডিকেল হল, মেসার্স সাইফুল ইসলাম এন্টারপ্রাইজ৷ এসময় সংগঠনের সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক, বিভিন্ন হাফিজিয়া মাদরাসার প্রধান, উপজেলার ৫০টি হাফিজিয়া মাদরাসার থেকে ২৫০ জন হাফেজ এবং ফাউন্ডেশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন৷ প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন অতিথি বৃন্দ৷ এসময় বক্তারা বলেন কোরআনের আলো প্রতিটি ঘরে ঘরে পৌছাতে হেলার আলো হিফজুল কোরআন ফাউন্ডেশন এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে৷ ইনশাআল্লাহ আগামীতে আমরা হিফজুল কোরআন প্রতিযোগীতা আরো ব্যাপক ভাবে আয়োজন করব৷