1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
- Dainik Cumilla
সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সা.) মামলা তুলে নেয়াসহ সন্ত্রাসীর খুন করার হুমকি দিয়ে সাংবাদিক ও মানবাধিকার কর্মী মওদুদ আবদুল্লাহ শুভ্রকে বুড়িচংয়ের আনন্দপুর ফকির আব্দুস সালাম (রহ:) মাজার ও খানকা শরীফের মাসিক দোয়া মাহফিল অনুষ্ঠিত নাঙ্গলকোটের চৌকুড়ী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ নাঙ্গলকোটে নিজ গ্রামের রাস্তাঘাট পরিদর্শন করেন জামায়াত প্রার্থী ইয়াছিন আরাফাত ব্রাহ্মণপাড়ায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ কুমিল্লা বিসিক চাঁদাবাজির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, অজ্ঞাতপরিচয় আসামি ৫০ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের জাতীয় কাউন্সিল সম্পন্ন ব্রাহ্মণপাড়ায় মৎস্যচাষীদের পুকুরের পানি পরীক্ষা ও মৎস্য উৎপাদন বিষয়ক ক্যাম্পেইন কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ২৭ সদস্য গ্রেফতার, দেশি অস্ত্র জব্দ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৬৯ বার পঠিত

কুমিল্লা সীমান্তে অবৈধভাবে বাংলাদেশ ত্যাগ ও অনুপ্রবেশের অভিযোগে মোট আটক ৮৩

নেকবর হোসেন ।।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এ পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুমিল্লা সেক্টরের সীমানাধীন এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশ ত্যাগ ও অনুপ্রবেশের অভিযোগে মোট ৮৩ জনকে আটক করেছে। কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল মো. রেজাউল কবির নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

কুমিল্লা সেক্টর কমান্ডার বলেন, ‘গত ৫ আগস্টের পর থেকে সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে বিজিবি আরও সতর্ক অবস্থানে আছে। আমরা জনবল বৃদ্ধি করেছি, টহল বাড়িয়েছি এবং গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছি। এতে আমরা সাফলতাও পেয়েছি।’

কর্নেল মো. রেজাউল কবির আরও বলেন, ৫ আগস্টের পর নিষেধাজ্ঞা প্রাপ্ত অনেক ব্যক্তি এবং পাসপোর্ট ছাড়াই অনেকে ভারতে যাবার প্রচেষ্টা চালাতে শুরু করে। এর মধ্যে একাধিক মামলার আসামিসহ দুর্বৃত্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আরও কঠোর নির্দেশনা আসলে অসদুপায় অবলম্বন করে ভারতে পালানোর চেষ্টা করে বিজিবির হাতে ধরা পড়েন অনেকে।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, ৫ আগস্টের পর থেকে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৬৩ জন এবং ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে ২০ জনকে আটক করে বিজিবি। এর মধ্যে উল্লেখযোগ্য আওয়ামী লীগের মাদারীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি এবং চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD