কুমিল্লা সীমান্তে অবৈধভাবে বাংলাদেশ ত্যাগ ও অনুপ্রবেশের অভিযোগে মোট আটক ৮৩
নেকবর হোসেন ।।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এ পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুমিল্লা সেক্টরের সীমানাধীন এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশ ত্যাগ ও অনুপ্রবেশের অভিযোগে মোট ৮৩ জনকে আটক করেছে। কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল মো. রেজাউল কবির নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
কুমিল্লা সেক্টর কমান্ডার বলেন, ‘গত ৫ আগস্টের পর থেকে সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে বিজিবি আরও সতর্ক অবস্থানে আছে। আমরা জনবল বৃদ্ধি করেছি, টহল বাড়িয়েছি এবং গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছি। এতে আমরা সাফলতাও পেয়েছি।’
কর্নেল মো. রেজাউল কবির আরও বলেন, ৫ আগস্টের পর নিষেধাজ্ঞা প্রাপ্ত অনেক ব্যক্তি এবং পাসপোর্ট ছাড়াই অনেকে ভারতে যাবার প্রচেষ্টা চালাতে শুরু করে। এর মধ্যে একাধিক মামলার আসামিসহ দুর্বৃত্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আরও কঠোর নির্দেশনা আসলে অসদুপায় অবলম্বন করে ভারতে পালানোর চেষ্টা করে বিজিবির হাতে ধরা পড়েন অনেকে।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, ৫ আগস্টের পর থেকে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৬৩ জন এবং ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে ২০ জনকে আটক করে বিজিবি। এর মধ্যে উল্লেখযোগ্য আওয়ামী লীগের মাদারীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি এবং চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য।