1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - Dainik Cumilla
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ বিশ্বকবির ১৬৪তম জন্মবার্ষিকী কুমিল্লায় ৪০ কোটি টাকা ব্যয়ে হচ্ছে আধুনিক ডিসি পার্ক’ ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতে এক পোল্ট্রি খামারী মালিককে জরিমানা কুমিল্লা বিআরটিএ অফিসে দুদকের অভিযান কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকের গোপন আস্তানায় সেনাবাহিনীর অভিযান, মাদকসহ আটক ৪ নেকবর হোসেন সুস্থভাবে বেঁচে থাকার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ বুড়িচং উপজেলার নতুন নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন দেবীদ্বারে টাকা লেনদেনের জেরে বন্ধুর হাতে বন্ধু খুন কুবি‘র বিজয় ২৪ হলে অভিযানে মাদক উদ্ধার, জড়িত ছাত্রলীগ নেতা ও ৩ শিক্ষার্থী কুমিল্লায় আড়াই বছরের শিশু নিখোঁজের একদিন পর ডোবা থেকে লাশ উদ্ধার

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৯ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এর আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম
আতিক উল্লাহ।
এছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানা, মাধবপুর ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন, ব্রাহ্মণপাড়া সদর ইউপি চেয়ারম্যান জহিরুল হক, শশীদল ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ, শিদলাই ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর, চান্দলা ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামাল উদ্দিন, পল্লী বিদ্যুতে এজিএম মো. আজহারুল ইসলাম আবীর, শশীদল বিওপির ক্যাম্প কমান্ডার সুবেদার মনির, সালাদ নদী বিওপির নায়েব সুবেদার মোরশেদুর রহমান, উপজেলা পূজা উদযাপন কমিটির অধ্যক্ষ রাখাল চন্দ্র শীল, যুগ্ম আহবায়ক কিশোর কুমার দাস, বিষ্ণুপদ সরকার, ব্রাহ্মণপাড়া সদর পশ্চিম বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কাজল সরকার সহ উপজেলার বিভিন্ন পূজামন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে ব্রাহ্মণপাড়া উপজেলায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে ব্যাপক পরিকল্পনা নেয়া হয়। প্রতিটি পূজামণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক ছাড়াও পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক উপস্থিত থাকবেন। এছাড়া প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, নিজস্ব ব্যবস্থাপনায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখাসহ সকল পূজা উদযাপন কমিটিকে নির্দেশনা প্রদান করা হয়।
সভায় বক্তারা বলেন, এবার ব্রাহ্মণপাড়ায় ১১টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। উপজেলার সকল পূজা মন্ডপে নিরাপত্তা জোরদার করা হবে এবং আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যেনো না ঘটে সেদিকে সকলের খেয়াল রাখার আহবান জানান বক্তারা।
জানা গেছে, এবার ২ অক্টোবর শুভ মহালয়ার মধ্যবিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু, ৮ অক্টোবর সায়ংকালে দেবীর বোধন, ৯ অক্টোবর পূর্বাহ্নে মধ্য ষষ্ঠীপূজা, ১০ অক্টোবর পূর্বাহ্ন মধ্য সপ্তমী বিহিতপূজা, ১১অক্টোবর মধ্য অষ্টমী বিহিতপূজা, ১২অক্টোবর মধ্য মহানবমী পূজা এবং ১৩ অক্টোবর দশমী বিহিত পূজায় বিসর্জন।

ক্যাপশনঃ- আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD