মোঃ রেজাউল হক শাকিল ।।
রাজধানীর শেওড়া রেলস্টেশন এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত মো. ইমাম হোসেন (২২) এর মরদেহ কুমিল্লার ব্রাহ্মণপাড়ার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ মধ্যপাড়া গ্রামের জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন করেন স্বজনরা।
নিহত মো. ইমাম হোসেন সাহেবাবাদ গ্রামের মধ্যপাড়া এলাকার হাফিজ উদ্দিন মেম্বার বাড়ির আব্দুল মান্নানের ছেলে। সে পরিবারের সাথে রাজধানীর বাড়িধারা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। সেখানে একটি কোম্পানিতে চাকরি করতে ওই যুবক।
নিহতের চাচাতো ভাই হাসান জানায়, গত সোমবার রাত আনুমানিক ৯ টার সময় তারা জানতে পারে ইমাম হোসেনের মরদেহ শেওড়া রেলস্টেশন এলাকায় পড়ে আছে। খবর পেয়ে স্বজনরা স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় ইমামের মরদেহ উদ্ধার ময়নাতদন্ত শেষে নিজ এলাকায় এনে পারিবারিক কবরস্থানে দাফন করেন।
হাসান জানায়, নিহত ইমাম হোসেনের পেটে একাধিক ছুরিকাঘাত রয়েছে। মরদেহ উদ্ধারের সময় তার পেটের ভুঁড়ি বের হয়েছিল।
এ ঘটনায় ঘটনাস্থল এলাকায় স্থানীয় থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।