1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
যোগদান করেছেন ভিক্টোরিয়া কলেজের ৫৬ তম অধ্যক্ষ - Dainik Cumilla
সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাল পবিত্র ঈদুল ফিতর ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি স্পিস কম্পিটিশন আয়োজিত এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ভ্রাতৃত্বের বন্ধনে সিটিজি সমাজের প্রাণবন্ত ইফতার মাহফিল সম্পন্ন সদর দক্ষিণের সুয়াগাজী বাজার মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ ভিক্টোরিয়া কলেজের সমৃদ্ধিতে সাংবাদিক সমিতির ভূমিকাও আছে নাঙ্গলকোটে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও মদক বিক্রির টাকা-সহ কারবারি আটক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত কুমিল্লা সদর দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে থাকা শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ ‘আগে সংস্কার শেষ করে তারপর নির্বাচন হবে: নাহিদ ইসলাম কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সব দর্জি দোকানে চলছে সেলাই। অনেক দোকানি বাড়িয়েছেন কারিগর। মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

যোগদান করেছেন ভিক্টোরিয়া কলেজের ৫৬ তম অধ্যক্ষ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৬ বার পঠিত

কলেজ প্রতিনিধি।।

নতুন অধ্যক্ষ পেলে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। ১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ৫৬তম অধ্যক্ষ হিসাবে যোগদান করেন প্রফেসর মোঃ আবুল বাশার ভূঁঞা। বিদায়ী ৫৫তম অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বাসা থেকে কলেজের সকল হিসাবপত্র বুঝিয়ে দেন। নতুন অধ্যক্ষ সকাল ১০টায় ডিগ্রি ক্যাম্পাসে প্রবেশ করেন। বেলা দুই ঘটিকার সময় তিনি সকল হিসাবে স্বাক্ষর করে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় সদ্য বিদায়ী শিক্ষক পরিষদ সম্পাদকসহ ২০টি বিভাগের প্রতিনিধি শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সূত্রমতে,  শতবর্ষী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ৫৬তম অধ্যক্ষ হিসাবে পদায়ন হয়েছেন প্রফেসর মোঃ আবুল বাশার ভূঁঞা। ০৯ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এর উপ-সচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ভিক্টোরিয়ার অধ্যক্ষসহ ৪৬জন কর্মকর্তাকে পদায়ন করা হয়। 

যোগদানের পরপর শিক্ষকদের নিয়ে বিশেষ দোয়া মুনাজাত করেন অধ্যক্ষ। এ সময় বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনে শহিদ ও আহতদের জন্য দোয়া করেন। বানভাসি মানুষের জন্যও দোয়া করা হয়। 

বিভাগীয় প্রধানদের নিকট শ্রেণি কার্যক্রমে গুরুত্ব দিতে বলেন। নতুন অধ্যক্ষ বলেন, যদি ক্লাসে একজন ছেলে বা মেয়ে আসে তবু ক্লাস হবে। পরের কর্মদিবসে আমি উচ্চমাধ্যমিক শাখা পরিদর্শন করবো।  উভয় শাখার ক্লাস রুটিন এক কর্মদিবসে জমা দেওয়ার অনুরোধ করেন। কলেজের সকল কর্মকর্তা কর্মচারিদের একদিনের বেতন সরকারি ফান্ডে জমা দেওয়ার অনুরোধ করেন নতুন অধ্যক্ষ। 

এরপর  এ কলেজের বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাত করেন। কলেজ সংষ্কার বিষয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনার সময় ছেয়েছেন তারা। একই সাথে সকল ভালো কাজে সহযোগীতার প্রতিশ্রুতি দেন শিক্ষার্থীরা। 

প্রসঙ্গত, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ১৮৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। রায় বাহাদুর আনন্দচন্দ্র রায় রানী ভিক্টোরিয়ার নামে এটি প্রতিষ্ঠা করেন। যা চট্টগ্রাম বিভাগের পুরাতন ও বিখ‍্যাত কলেজ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD