1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ব্রাহ্মণপাড়ায় তরুণ ও যুব সমাজের স্বেচ্ছাশ্রমে সংস্কার করা হচ্ছে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক - Dainik Cumilla
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
আজ বিশ্বকবির ১৬৪তম জন্মবার্ষিকী কুমিল্লায় ৪০ কোটি টাকা ব্যয়ে হচ্ছে আধুনিক ডিসি পার্ক’ ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতে এক পোল্ট্রি খামারী মালিককে জরিমানা কুমিল্লা বিআরটিএ অফিসে দুদকের অভিযান কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকের গোপন আস্তানায় সেনাবাহিনীর অভিযান, মাদকসহ আটক ৪ নেকবর হোসেন সুস্থভাবে বেঁচে থাকার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ বুড়িচং উপজেলার নতুন নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন দেবীদ্বারে টাকা লেনদেনের জেরে বন্ধুর হাতে বন্ধু খুন কুবি‘র বিজয় ২৪ হলে অভিযানে মাদক উদ্ধার, জড়িত ছাত্রলীগ নেতা ও ৩ শিক্ষার্থী কুমিল্লায় আড়াই বছরের শিশু নিখোঁজের একদিন পর ডোবা থেকে লাশ উদ্ধার

ব্রাহ্মণপাড়ায় তরুণ ও যুব সমাজের স্বেচ্ছাশ্রমে সংস্কার করা হচ্ছে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক

  • প্রকাশিতঃ রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৭ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ, বড়ধুশিয়া, শশীদল ও গোপালনগর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক স্বেচ্ছাশ্রমে সংস্কার করেছেন স্থানীয় তরুণ ও যুব সমাজ। ভয়াবহ বন্যায় উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। যানবাহন চলাচলের ক্ষেত্রেও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। ভাঙনের কবলে অনেক সড়কে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।
স্থানীয়রা জানান, উপজেলার শশীদল ইউনিয়নের শশীদল, নাগাইশ, চান্দলা ইউনিয়ন বড়ধুশিয়া ও দুলালপুর ইউনিয়নের গোপালনগর সড়ক বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এ নিয়ে গত বৃহস্পতিবার ও শুক্রবার স্থানীয় যুবকরা নিজ নিজ এলাকায় ও উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রকৌশলীর সঙ্গে মতবিনিময় করেন।
এরপর গতকাল শনিবার সকাল থেকে উল্লেখিত এলাকার ছাত্র, যুবক ও গ্রামবাসী বিভিন্ন সরঞ্জাম নিয়ে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে নেমে পড়েন।
নাগাইশ গ্রামের বাসিন্দা স্বেচ্ছাসেবী গাজী রুবেল বলেন, বন্যায় পিচঢালা রাস্তা ভেঙে নাজেহাল হয়ে যায়। গ্রামবাসীদের সঙ্গে নিয়ে রাস্তা মেরামত করে জনসাধারণের চলাচলের উপযোগী করা হচ্ছে। বড়ধুশিয়া শশীদল সড়কটির ক্ষতিগ্রস্ত স্থানগুলো সংস্কার করা হলে ১২টি গ্রামের সঙ্গে উপজেলা সদরের যোগাযোগ সচল হবে।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউনানি মেডিকেল অফিসার ডা. সোহেল রানা বলেন, বন্যার পানি শুকিয়ে গেলেও এসব সড়ক দিয়ে যান চলাচল দূরের কথা, হেঁটেও চলাচল করা সম্ভব ছিল না। এজন্য উদ্যোগ নিয়ে এলাকার তরুণ ও যুব সমাজ স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত করা হচ্ছে।
অপরদিকে গোপালনগর এলাকার সেচ্ছাসেবী সজিব ভূইয়া জানান, বন্যায় ভেঙে পড়া উপজেলার গোপালনগর সড়কের ক্ষতিগ্রস্ত স্থানগুলো স্বেচ্ছাশ্রমে সংস্কার করে যাতায়াত ব্যবস্থা সচল করছেন স্থানীয় স্বেচ্ছাসেবী তরুণ ও যুব সমাজ।
জানতে চাইলে উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম বলেন, গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে ভাঙা রাস্তা মেরামত করে চলাচলের উপযোগী করছেন। উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত সবগুলো সড়ক দ্রুত সময়ের মধ্যে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

ক্যাপশনঃ- ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ, বড়ধুশিয়া, শশীদল ও গোপালনগর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক স্বেচ্ছাশ্রমে সংস্কার করেছেন স্থানীয় তরুণ ও যুব সমাজ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD