1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় ট্রাফিকের ভূমিকায় শিক্ষার্থীরা, সড়কে নেই যানজট - Dainik Cumilla
শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ১২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকাস্থ বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা-৯ নির্বাচনি আসন পুনর্বহাল ও খসড়া বাতিল দাবিতে মহাসড়ক অবরোধ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে নাঙ্গলকোটে বিএনপির বিজয় র‌্যালী বুড়িচংয়ে মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত: অভিযুক্ত ২ জন গ্রেপ্তার নাঙ্গলকোটে ইউপি সদস্য আলাউদ্দিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন আগামী দিনের বাংলাদেশ কীভাবে চলবে তা নির্বাচিত সংসদ সদস্য ও জনপ্রতিনিধিরাই ঠিক করবেন: ডা. জাহিদ হোসেন জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে লাকসামে জামায়াতের গণমিছিল বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ চৌদ্দগ্রামে জুলাই শহীদ জামশেদ ও মাওলানা শাহাদাতের কবর জিয়ারত করলো জামায়াত নাঙ্গলকোটে বৃষ্টিতে ভিজে জামায়াতের গণমিছিলে জনতার ঢল চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল

ব্রাহ্মণপাড়ায় ট্রাফিকের ভূমিকায় শিক্ষার্থীরা, সড়কে নেই যানজট

  • প্রকাশিতঃ শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১২৭ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল।।

ব্রাহ্মণপাড়ার সব কয়টি সড়কে যানবাহন নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের ভূমিকায় কাজ করছেন শিক্ষার্থী ও বিএনসিসির সদস্যরা। শনিবার ( ১০ আগস্ট ) সকাল থেকে শিক্ষার্থীদের তৎপরতায় উপজেলার প্রাণকেন্দ্র আল্লাহর নিরানব্বই নাম চত্বরসহ বিভিন্ন সড়কে শৃঙ্খলা ফেরানো হয়েছে। এতে উপজেলার দীর্ঘ দিনের যানজটের সমস্যার নিরসন হয়েছে। সড়কে যাতায়াতকারী যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
এদিকে এমন কাজে প্রশংসায় ভাসছেন বিএনসিসির সদস্য ও শিক্ষার্থীরা। সড়কে শৃঙ্খলা ফেরানো ও যানযট নিরসনে শিক্ষার্থীদের তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাসহ যানবাহন যাত্রী ও চালকরা।

শনিবার সকালে ব্যস্ততম কুমিল্লা-মিরপুর সড়কের ব্রাহ্মণপাড়া সদর বাজার অংশে আল্লাহর নিরানব্বই নাম চত্বরে গিয়ে দেখা যায়, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিএনসিসির সদস্যরা সড়কের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করছেন। তারা ব্যাটারি চালিত অটোরিকশা, সিএনজি চালিত অটোরিকশা, রিকশা-ভ্যানসহ ইঞ্জিনচালিত বিভিন্ন যানবাহনগুলোকে এক লেন করে চলতে দেন। সড়কের ব্যস্ততম জায়গায় যানজট সৃষ্টি করে যাত্রী ওঠানামায় দিচ্ছেন বাধা। হেলমেট ছাড়া মোটরসাইকেল চালক পেলে সড়কে হেলমেট পরে মোটরবাইক চালানোর পরামর্শ দিচ্ছেন। সড়কের শৃঙ্খলা বজায় রাখতে যানবাহন চালক ও যাত্রীদের নানারকম পরামর্শ দিচ্ছেন তারা। এতে এ উপজেলার দীর্ঘ দিনের সমস্যা যানজট নিরসন হয়েছে। এ সময় পথচারীদের চলাচলে ফুটপাত ব্যবহারের পরামর্শ দিচ্ছেন তারা। তাদের স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় উপজেলার সবগুলো সড়কে শৃঙ্খলা ফিরে এসেছে।

সড়কে যাতায়াতকারী যাত্রী তোফায়েল আহমেদ বলেন, ব্রাহ্মণপাড়া সদরে প্রায় সবসময়ই যানজট লেগে থাকতো। সরকার পতনের পর বিএনসিসির সদস্যরা ও সাধারণ শিক্ষার্থীরা সড়কের শৃঙ্খলা ফেরানোর কাজে সক্রিয় হওয়ায় উপজেলার সদর এলাকার যানজট নিরসন হয়েছে। যার ফলে আমাদের যাতায়াতে অনেক সুবিধা হচ্ছে। এখন আর জ্যামে পড়ে থাকতে হচ্ছে না, সময় বেঁচে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দা এমদাদুল হক বলেন, ব্রাহ্মণপাড়া বাজারে সড়কের দুইপাশে ব্যাটারি চালিত অটোরিকশা, সিএনজি চালিত অটোরিকশা ও রিকশা অবৈধভাবে স্ট্যান্ড বানিয়ে রাখার কারণে প্রায় সবসময়ই যানজট লেগে থাকতো। এতে এই সড়ক দিয়ে যাতায়াত করতে ভোগান্তি পোহাতে হতো যাত্রীদের। তবে বিএনসিসির সদস্য ও শিক্ষার্থীদের এমন স্বেচ্ছাশ্রমে এখন কোনো যানবাহনই সেখানে সেখানে দাঁড়াতে পারছে না। যাত্রী ওঠানামার জন্য প্রতিটি যানবাহন নির্দিষ্ট স্ট্যান্ড ব্যবহার করছে। এতে উপজেলার প্রাণকেন্দ্রে যানজট নিরসন হয়ে গেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD