1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
নাঈম ও নয়নের নেতৃত্বে কুবির উত্তরবঙ্গ ছাত্র পরিষদ - Dainik Cumilla
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৮:০১ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক কুমিল্লা আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল মতিনের প্রথম জানাজায় মুসল্লিদের ঢল ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)’র ইফতার মাহফিল সম্পন্ন মনোহরগঞ্জের বিপুলাসারে চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা কুমিল্লায় বিজিবি’র অভিযানে ১ কোটি ১৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ নাঙ্গলকোটে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা শ্রীঘরে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। যারা লুটপাট করছে তাদের কথা আসছে না -বরকত উল্লাহ বুলু কুমিল্লায় বিজিবি’র অভিযানে ৩৪ লক্ষ টাকা মূল্যের অবৈধ ভারতীয় বাজি জব্দ নামাজ পড়তে বের হয়ে লাশ হয়ে ফিরল কিশোর

নাঈম ও নয়নের নেতৃত্বে কুবির উত্তরবঙ্গ ছাত্র পরিষদ

  • প্রকাশিতঃ শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ২৪৬ বার পঠিত

 

মানছুর আলম অন্তর, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) অধ্যয়নরত উত্তরবঙ্গের শিক্ষার্থীদের একমাত্র সংগঠন “উত্তরবঙ্গ ছাত্র পরিষদ” এর নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে মনোনীত হয়েছেন নাঈম আহমদ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান নয়ন।

শুক্রবার (০৯ আগস্ট) রাতে উত্তরবঙ্গ ছাত্র পরিষদের উপদেষ্টা কমিটি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন করা হয়।

সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়ন বলেন, স্বাধীনতার শুভেচ্ছা সঙ্গী করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সর্ববৃহৎ আঞ্চলিক সংগঠন উত্তরবঙ্গ ছাত্র পরিষদের নতুন কমিটির সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমার উপর অর্পিত সাধারন সম্পাদকের দায়িত্ব আমি যথাযথ সম্মানসহ পালন করে যাব ইনশাআল্লাহ। এছাড়া উত্তরবঙ্গ ছাত্র পরিষদ আসলে শুধু একটা সংগঠন নয় এটা একটা পরিবার ও ভালোবাসার যায়গা। এই ভালোবাসার যায়গা থেকেই আমরা সবাই মিলে সংগঠন কে আরো মজবুত ভ্রাতৃত্বের বন্ধনে নিয়ে যাবো।

সভাপতি নাঈম বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সর্ববৃহৎ আঞ্চলিক সংগঠনউত্তরবঙ্গ ছাত্র পরিষদের নতুন কমিটিতে আজ থেকে আমার উপর সভাপতি হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে। আমার উপর বিশ্বাস রেখে যে দায়িত্ব দেয়া হয়েছে ইনশাআল্লাহ আমি খুব সুন্দর ভাবে পালন করার চেষ্টা করবো। সদ্য বিদায়ী কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক ভাইয়ের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিগত দিনগুলোর ন্যায় সামনের দিনগুলোতে সবার সমর্থন এবং সহযোগিতা থাকবে এটাই আমার চাওয়া… সবাই মিলেমিশে এক হয়ে কাজ করে সংগঠন কে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ।

নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন- দিল্লুর রহমান সাদী, সজীব আহমেদ রিমন, মো: আলী আরাফাত সাফি, মারিয়া রহমান শারমিন, ওয়াহিদ জামান, মো: আব্দুল্লাহ,তামান্না ইয়াসমিন, আবছায়ার মল্লিকা, রাসেল আহমেদ, সাকিল আহমেদ সবুজ, শরিফুল ইসলাম, মো: ফারহান।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে- মো. মাহাবুর রহমান, তন্ময় সরকার, অর্জুন চন্দ্র বর্মন, সেজান খান রিফা, তাসফিয়া তাকী, রুমা রানী দেব শর্মা, ইফফাত আরা নিশিতা।

কমিটিতে সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য দায়িত্ব প্রাপ্তরা হলেন-সাংগঠনিক সম্পাদক:সাজ্জাদ হোসেইন, তালহা মুহাম্মদ ওমর, শাকিল সরকার, মো. আবুল হোসেন, ইসরাত জাহান মিম, প্রচার সম্পাদক: জাফর হাবীব, দপ্তর সম্পাদক: কাজী মিরাজ, অর্থ সম্পাদক: শাহরিয়ার আলম সাফল্য।

উল্লেখ্য, উক্ত কমিটি আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ করা হবে এবং এটি পরবর্তী ১ বছর স্থায়ী হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD