মোঃ রেজাউল হক শাকিল।।
জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। মো. হারুন অর রশিদকে সভাপতি, মো. রেজাউল হক শাকিলকে সাধারণ সম্পাদক ও আতাউর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
শনিবার সন্ধ্যায় কুমিল্লা জেলা শাখার সভাপতি মো. তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. জুয়েল রানা মজুমদারের যৌথ স্বাক্ষরের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোহাম্মদ নাঈম সরকার, আশিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ লিংকন, সহ-সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমেদ ভূঁইয়া, সহ- সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক গোবিন্দপদ গোস্বামী, প্রচার সম্পাদক আফসার উদ্দিন, দপ্তর সম্পাদক সোহাগ আহমেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাইফুল ইসলাম নাহিদ ও নির্বাহী সদস্য আলাউদ্দিন।
পরে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার সভাপতি তরিকুল ইসলাম তরুণের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল রানা মজুমদারের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা ওমর ফারুকী তাপস। বিশেষ অতিথি ছিলেন দৈনিক ইনকিলাব এর স্টাফ রিপোর্টার সাংবাদিক সাদিক মামুন।
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা বিভাগীয় সভাপতি মোহাম্মদ হারিসুর রহমান, সাধারণ সম্পাদক শাহজালাল সজীব, সহ-সভাপতি বাবর হোসেন, মনোয়ার হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জাহিদ হাসান, সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন, নির্বাহী সদস্য ইসমাইল নয়ন, সাইফুল ইসলাম, আলাউদ্দিন, শরিফুল ইসলাম, অর্থ সম্পাদক নারায়ণ চন্দ্র কুন্ডু, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আবু বক্কর সুজন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বুড়িচং উপজেলা সাধারণ সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়।