মোঃ রেজাউল হক শাকিল।।
শপথ নিলেন ব্রাহ্মণপাড়া উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান শরীফ। বুধবার (১২ জুন) দুপুরে চট্টগ্রাম প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) অডিটরিয়ামে এ শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। তাছাড়া একইদিন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণ শপথ গ্রহণ করেন।
উল্লেখ্য, উপজেলা নির্বাচনের ৬ষ্ঠ ধাপে (২৯ মে) ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন নাজমুল হাসান শরীফ। তিনি চশমা প্রতীক নিয়ে ২৬ হাজার ১৩০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. অপু ( গোলাম কিবরিয়া অপু ) তালা প্রতীক নিয়ে ২৫ হাজার ৫২৬ ভোট পেয়েছেন।