মোঃ রেজাউল হক শাকিল ।।
শপথ নিলেন ব্রাহ্মণপাড়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আবু তৈয়ব অপি। বুধবার (১২ জুন) দুপুরে চট্টগ্রাম প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) অডিটরিয়ামে এ শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো.তোফায়েল ইসলাম।
পরে ব্রাহ্মণপাড়া উপজেলার ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান শরীফ ও মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা হক শপথ গ্রহণ করেন। তাছাড়া একইদিন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণ শপথ গ্রহণ করেন।
শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু তৈয়ব অপি বলেন, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা এবং ব্রাহ্মণপাড়াবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরও বলেন, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আবু জাহের সাহেবের পাশে থেকে ব্রাহ্মণপাড়াকে আমি একটি স্মার্ট ও মডেল উপজেলা বিনির্মানে কাজ করে যাবো ইনশাহআল্লাহ।