1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
আগামী ৯ জুন থেকে কুবির স্বাভাবিক কার্যক্রম চালুর সিদ্ধান্ত - Dainik Cumilla
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লাকসাম প্রেসক্লাবের মানববন্ধন চার দপ্তরের দায়িত্ব এক কাঁধে, সেবায় অনন্য ইউএনও নু এমং মারমা মং বিজিবির বিশেষ অভিযানে পৌনে ২ কোটি টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ, ২ জন আটক সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে দেবীদ্বারে মানববন্ধন বাগমারা উচ্চ বিদ্যালয় ১০ম শ্রেণির শিক্ষার্থী ও অভিভাকগণের সাথে মতবিনিময় সভা চৌদ্দগ্রামে ইয়াবা সহ মাদক কারবারি বুস্টার সোলেমান আটক কুমিল্লায় ৫৬ লাখ টাকার ভারতীয় বাজি উদ্ধার সাংবাদিক তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে মানববন্ধন কুমিল্লায় ইউপি সদস্যকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আগামী ৯ জুন থেকে কুবির স্বাভাবিক কার্যক্রম চালুর সিদ্ধান্ত

  • প্রকাশিতঃ বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৪১৮ বার পঠিত

 

কুবি সংবাদদাতা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় আগামী ৯জুন থেকে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম (প্রশাসনিক) চালু করা ও ২৩ জুন থেকে শ্রেণী কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়াও কর্মকর্তা সমিতির সভাপতি ডেপুটি রেজিস্ট্রার জাকির হোসেন কে ওএসডি করা হয়েছে।

বুধবার (৫ জুন) বিকাল ৪টায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৯৫ তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সিন্ডিকেট সূত্র জানায়, আগামী রোববার বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে এবং ২৩ জুন থেকে ক্লাস শুরু হবে। শিক্ষকরা যে ৭ দফা দাবি দিয়েছিল এসব মেনে নেওয়ার বিষয়ে কমিটি গঠন করা হয়েছে। শিক্ষকদের থাপড়িয়ে দাঁত ফেলে দেওয়ার হুমকি দেওয়া কর্মকর্তা সমিতির সভাপতি জাকির হোসেনকে ওএসডি করা হয়। অধ্যাপক গ্রেড-১ ও অধ্যাপক গ্রেড-২ ও শিক্ষকদের পদোন্নতির বিষয়ে যে দাবি ছিল এসব মেনে নেওয়া হবে।

সিন্ডিকেট সূত্র আরও জানান, এক মাসের ভিতর প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকীকে অপসারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হোক। বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার পর আমরা সাধারণ সভা ডাকব। আমাদের দাবি যদি বাস্তবায়ন না করা হয়, তাহলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব৷

উল্লেখ্য, দীর্ঘদিন যাবত ৭ দফা দাবি বাস্তবায়নে আন্দোলন করে আসছিল কুবি শিক্ষক সমিতি। কিন্তু উপাচার্য এতে কর্ণপাত না করায় উপাচার্য, ট্রেজারার ও প্রক্টরকে অবাঞ্ছিত করে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এরপর শিক্ষকরা প্রশাসনিক ভবনের সামনে কর্মসূচি চালিয়ে যেতে চাইলে ২৮ এপ্রিল উপাচার্য, কোষাধ্যক্ষ ও প্রক্টরের নেতৃত্বে শিক্ষকদের মারধর করে সাবেক শিক্ষার্থীরা। এর জেরে শিক্ষক-শিক্ষার্থীরা তীব্র আন্দোলন শুরু করলে উপাচার্য ৩০ এপ্রিল জরুরি সিন্ডিকেট সভা (৯৩ তম) ডেকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD