শামীম রায়হান॥
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্য ও আইইবির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সবুরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় অত্র বিদ্যালয়ের এসএমলি মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সহ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে অত্র বিদ্যালয়। অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট মাধুরী রায়ের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও আইইবির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সবুর। প্রধান অতিথির আসন গ্রহণের পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক সহ সহকারী শিক্ষকরা এমপি আব্দুস সবুরকে সংবর্ধনা প্রধান করেন। একই সময় ইলিয়টগঞ্জ পূর্ব বাজারের হলি মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা সকল শিক্ষকদের সাথে নিয়ে এমপি আব্দুস সবুরকে ফুল দিয়ে সংবর্ধনা জানান।
সংবর্ধনা শেষে প্রধান শিক্ষক ওমর ফারুক বক্তব্য রাখেন,এসময় তিনি বিদ্যালয়ের নতুন ভবন বরাদ্দ ও খেলার মাঠ সংস্কার সহ একাধিক উন্নয়নের দাবি জানান সাংসদের নিকট। তাহার বক্তব্য শেষে প্রধান অতিথির সফরসঙ্গী হওয়া নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যকালে এমপি আব্দুস সবুর,ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের দাবি অনুযায়ী বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ,ছাত্রাবাস নির্মাণ,খেলার মাঠ সংস্কার,বাউন্ডারি ওয়াল নির্মাণ, মহাসড়ক থেকে বিদ্যালয় পর্যন্ত নতুন রাস্তা নির্মাণ সহ কম্পিউটার ল্যাব স্থাপনের আশ্বাস দেন। পাশাপাশি ২০২৪ সালের এসএসসি পরিক্ষায় ভালো ফলাফল অর্জন করায় পরিক্ষার্থীদের প্রশংসা করেন প্রধান অতিথি। বক্তব্য শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আব্দুস সবুর।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডক্টর আব্দুল মান্নান জয়,স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল,রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত ফুটবলার ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল গাফফার,উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বশিরুল আলম মিয়াজী,ধর্ম বিষয়ক সম্পাদক মোতাহার হোসেন মোল্লা,জেলা আওয়ামীলীগের সদস্য জাকির নেওয়াজ সোহেল,দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এসএম কেরামত আলী,সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদার,যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লালুর রশিদ দোলন,সাহা জালাল সরকার,ভিপি সালাউদ্দিন রিপন, উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জিএস সুমন সরকার,ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার হোসেন,সাবেক চেয়ারম্যান ও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মামুনুর রশীদ,সাধারণ সম্পাদক সেলিম মাস্টার,দাউদকান্দি উত্তর ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান শাহিন,ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জসিম প্রধান,ইলিয়টগঞ্জ ডক্টর মোশাররফ ফাউন্ডেশন কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান,রায়পুর কেসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমেন ভূইয়া,কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মনির হোসেন,উপজেলা যুবলীগের সদস্য আলী আহমেদ মিয়াজী,দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবুল হাসনাত শাহিন মাস্টার,বর্তমান সভাপতি ইফতেখার আ,ন,ম রাসেল। ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ সুজন মাহমুদ প্রমুখ।