মোঃ রেজাউল হক শাকিল ।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছে ৫ জন প্রার্থী। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল রবিবার সকালে জেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র যাচাই-বাচাইয়ে চেয়ারম্যান পদে বৈধ হয়েছেন পাঁচজন প্রার্থী। এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন দাখিল করেন,তাদের মধ্যে বর্তমান ভাইস চেয়ারম্যান তাহমিনা হক প্রাথমিক বাছাইয়ে বাদ পরেন। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, আসছে ২৯ মে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সমর্থীত প্রার্থী ও বাংলাদেশ সেক্টোর কমান্ডার ফোরাম ঢাকা বিভাগের আইন বিষয়ক সম্পাদক, সদর ইউনিয়নের ধান্যদৌল গ্রামের কৃতি সন্তান ব্যারিষ্টার সোহরাব খান চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, উপজেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক, বেড়াখলা আব্দুল মতিন খসরু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আমিনুল ইসলাম সুজন,এছাড়া , আমরা দুনিয়া আখিরাতের কাজ করি (দ্বীনের পথ) সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ভিপি সরকার জহিরুল হক মিঠুন, সদর ইউনিয়ন পরিষদের ৩ বারের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জসিম উদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তৈয়ব অপি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটানিং অফিসার মোঃ দেলোয়ার হোসেন।এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৭ জন বৈধ হয়েছেন, তারা হলেন, নাজমুল হাসান শরীফ, আবু মুছা মোল্লা, মোহাম্মদ অপু, সৈয়দ মেহেদী হাসান, আকরামুল ইসলাম, মাসুক সরকার, ও মোহাম্মদ আলী আশরাফ। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন, তারা হলেন, শামীমা আক্তার, জাহান আরা বেগম,এবং বর্তমানে ব্রাহ্মণপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা হক প্রাথমিকভাবে যাচাই-বাছাই বাদ পরেন।