নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারন সম্পাদক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সহ-সভাপতি বিষ্ণু কুমার ভট্রাচার্য্য পরলোকগমন করিয়াছেন (দিব্যান্ লোকন্ স্ব গচ্ছতু)। তিনি গত ৬ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ৬.৩০ মিনিটে ভারতের কলকাতায় নার্সিং হোমে পরলোক গমন করেন।
সূত্রে জানা যায়- আগামীকাল ৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুর ১২টায় কুমিল্লা বুড়িচং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংগঠন ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্তৃক শ্রদ্ধা নিবেদন শেষে উনার পারিবারিক শ্মশানে শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন হবে।
এদিকে, বিষ্ণু কুমার ভট্টাচার্যের অকালমৃত্যুতে তাঁর বিদেহী আত্মার সৎগতি কামনাসহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি চন্দন কুমার রায়, সিনিয়র সহ-সভাপতি হারাধন শীল, সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী, আইটি সম্পাদক এডভোকেট তাপস চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক মধুসূদন বিশ্বাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি ও চান্দিনা উপজেলা চেয়ারম্যান তপন কুমার বকসীসহ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা ও মহানগর, আদর্শ সদর ও বুড়িচং উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।