মোঃ রেজাউল হক শাকিল।।
সারা দেশের ন্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায়ও বছরের প্রথম দিনেই বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা। সোমবার ( ১ জানুয়ারি ) সকালে এই বই উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) স ম আজহারুল ইসলাম।
জানা গেছে এ বছর মাধ্যমিকের ৪০টি বিদ্যালয়ের ১৯ হাজার ৫০০ শিক্ষার্থী, মাদরাসা দাখিলসহ এবতেদায়ী ও স্বতন্ত্র এবতেদায়ীর ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মাদরাসা এবতেদায়ীর ৮ হাজার ৯৬০ শিক্ষার্থী ও মাদরাসা দাখিলসহ ৬ হাজার ৯৬০ শিক্ষার্থীর মধ্যে এই নতুন বই বিতরণ করা হয়।
এদিকে উপজেলার ১০৮টি প্রাথমিক বিদ্যালয়ের ৩২ হাজার শিশু শিক্ষার্থীদের মধ্যে বই উৎসবের বই বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ শহীদুল করিম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পারভীন আক্তার প্রমুখ।