1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে ভূমিকম্পের পদদলিত হয়ে শতাধিক পোশাক শ্রমিক আহত - Dainik Cumilla
সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ৫০ লাখ টাকার ভারতীয় সিটিরিজিন ট্যাবলেট আটক সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মুরাদনগরে মানববন্ধন কুমিল্লা জেলায় গত জুলাই মাসে ১১টি হত্যা আইনজীবী কালাম হত্যা মামলায় সাবেক এমপি বাহার-সুচনাসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট তিতাসে পরকীয়ার জেরে যুবককে ডেকে এনে ৪ টুকরো করে হত্যা: অন্তঃসত্ত্বা স্ত্রীসহ স্বামী আটক ‎আজকের শিক্ষার্থীরা আগামীদিনের দেশ ও জাতির কর্ণধার: ড. মোবারক হোসাইন ব্রাহ্মণপাড়ায় গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মানব বন্ধন ব্রাহ্মণপাড়ায় মাধবপুর কেন্দ্রীয় জামে মসজিদে ৩৩ বছর ইমামতির পর ফুল সজ্জিত গাড়িতে ইমামের রাজকীয় বিদায় নাঙ্গলকোট আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন কমিশনে জামায়াতের স্মারকলিপি চৌদ্দগ্রামে মহাসড়ক পারাপারের সময় বাসের ধাক্কায় নারী নিহত

চৌদ্দগ্রামে ভূমিকম্পের পদদলিত হয়ে শতাধিক পোশাক শ্রমিক আহত

  • প্রকাশিতঃ শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ২০২ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার চৌদ্দগ্রামে ভূমিকম্পের সময় আতঙ্কে ভবন থেকে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে প্রায় শতাধিক পোশাক শ্রমিক আহত হয়েছেন। শনিবার (২ ডিসেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন আমির শার্ট গার্মেন্টসে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আহত শ্রমিকদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন লিডার দিদারুল আলম।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল ৯.৩৫ মিনিটের সময় ভূমিকম্পে কেঁপে উঠলে আমির শার্টস গার্মেন্টসের শ্রমিকেরা আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে নামতে চেষ্টা করে। এ সময় গার্মেন্টসটির প্রধান ফটক বন্ধ থাকায় গুজব ছড়িয়ে পড়ে যে, গার্মেন্টসটি ধসে পড়েছে। এতে অন্যান্য শ্রমিকেরা আতঙ্কিত হয়ে প্রধান ফটকের তালা ভেঙে বের হওয়ার সময় পদদলিত হয়ে শতাধিক নারী-পুরুষ আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা-পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসছে। চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন লিভার দিদারুল আলম বলেন, ‘ভূমিকম্পে গার্মেন্টস শ্রমিকেরা আতঙ্কিত হয়ে নামতে গিয়ে পদদলিত হয়ে অনেকে আহত হয়েছে। আমরা উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। পরবর্তীতে আহতদের সঠিক সংখ্যা জানা যাবে।’

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ গোলাম কিবরিয়া টিপু বলেন, ‘আহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১৫ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক।’

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা বলেন, ‘ভূমিকম্পে আতঙ্কিত হয়ে আমির শার্টস গার্মেন্টসে পদদলিত হয়ে অনেক শ্রমিক আহত হয়েছে। আমরা উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। উদ্ধার শেষে আহতদের উদ্ধার সংখ্যা বলা যাবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD