তিতাস প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে বাংলাদেশ আ.লীগ থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী ও বর্ষীয়াণ রাজনীতিবিদ এবং দানবীর ও বিশিষ্ট শিল্পপতি মরহুম হাসান জামিল সাত্তারের সন্তান ও কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য ব্যারিস্টার নাঈম হাসানের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে উপজেলার গাজীপুর হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য এবং উন্নয়নের অগ্রযাত্রার ১৫ বছর পূর্তি উপলক্ষ্যে
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যারিস্টার নাঈম হাসান।
তিনি বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনেও নৌকার মনোনীত প্রার্থীর পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।দলীয় মনোনয়নের ব্যাপারে আশাবাদী এই তরুণ নেতা বলেন,আমার রাজনৈতিক অতীত কর্মকান্ডের কথা তুলে ধরুন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে আশা করি দল আমাকে মনোনয়ন দিবে।দলীয় মনোনয়ন পেলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এই নেতা বলেন, বিজয়ী হতে পারলে কুমিল্লা -১ আসনের উন্নয়নের গতিকে ত্বরান্বিত করবেন। বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করারও আশা ব্যক্ত করেন।
কুমিল্লা উত্তর জেলা আ.লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য রাজা মিয়া সওদাগরের সভাপতিত্বে এবং উপজেলা যুব লীগের সদস্য রাশেদ ফরাজির পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সদস্য আবুল হাসেম, আমির হোসেন সরকার, কাজল মিয়া মেম্বার, কৃষক লীগ নেতা মজনু সরকার,যুব লীগ নেতা আমির হোসেন, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন সরকার,উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো.গাজী সোহেল রানা
আ.লীগ নেতা শাহ আলম সরকার,আবদুল আজিজ,উপজেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল মান্নান মুন্সি ও মহিলা আ.লীগ নেত্রী মোসামৎ লায়লা সরকার প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের
সিনিয়র সহ-সভাপতি এনামুল হক টিপু,দপ্তর সম্পাদক মো.ইব্রাহিম সরকার, আইন বিষয়ক সম্পাদক মো.আরিফ খান প্রমুখ।