তিতাস (কুমিল্লা) প্রতিনিধি.
কুমিল্লার তিতাসে জুয়ার আসরে অভিযান পরিচালনা করে জুয়ার তাস ও টাকাসহ৭ জুয়ারিকে আটক করেছে তিতাস থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সোয়া ১২ টায় তিতাস থানার এসআই মো. আনিছুর রহমান সঙ্গীয় ফোর্সসহ নারান্দিয়া ইউনিয়নের তাড়িয়াকান্দি রুহুল আমিনের বসত ঘর থেকে টাকার বিনিময়ে তাস দ্বারা জুয়া খেলারত অবস্থায় বালুয়াকান্দির গ্রামের , ইব্রাহীম(২৭), মো.সাদ্দাম(৩৪), মোমেন(৩৯),আব্দুস ছাত্তার(৩৭), আলাউদ্দিন(৩০), আঃ রহমান(২৯) ও তাড়িয়াকান্দি গ্রামের কবির হোসেন(৩৭)’কে ৫২পিচ জুয়া খেলার তাস ও জুয়া খেলার ৩,৫০০/-টাকাসহ গ্রেফতার করা হয়।
তিতাস থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কান্তি দাস বলেন, আটকঅকৃত জুয়ারিদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।