নেকবর হোসেন:
কুমিল্লা কেয়ার ওয়ান ডায়াগনস্টিক সেন্টারও এ্যাপসম মেডিকেল সার্ভিস দুইটিকে সিলগালা করে বন্ধ করেছে ভ্রাম্যমান আদালত। কুমিল্লায় স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসক কার্যালয়ের যৌথ অভিযানে সিলগালা করে বন্ধ করে দেয়া হয়েছে দুইটি ডায়াগনস্টিক সেন্টার কে। আর্থিক জরিমানাও ধার্য্য করা হয়েছে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ অধিকারীর নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
স্বাস্থ্য বিভাগের পক্ষে উপস্থিত ছিলেন কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার আব্দুল কাইয়ুম ও মেহেদী হাসান।
মেডিকেল অফিসার আব্দুল কাইয়ুম জানান,কেয়ার ওয়ান ডায়াগনস্টিক সেন্টারও এ্যাপসম মেডিকেল সার্ভিস দুইটিকে প্রতিষ্ঠানেরই স্বাস্থ্য সেবা পরিচালনার লাইসেন্স ছিল না। এছাড়া সি ক্যাটাগরির প্রতিষ্ঠান হয়ে বি ক্যাটাগরির বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা চালিয়ে আসছিল এসব প্রতিষ্ঠান। ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত টাকা নেয়া ছাড়াও প্রতিষ্ঠান গুলোর মান অসন্তোষজনক হওয়ায় তাদেরকে সিলগালা করে বন্ধ করে দেয়া হয়েছে। স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের শর্ত পূরণ না করা পর্যন্ত তারা প্রতিষ্ঠান খুলতে পারবে না।