1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লায় একদিনে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২৬ - Dainik Cumilla
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে কনকাপৈত ইউনিয়নে ০৯নং ওয়ার্ড বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল মাহে রমজান সংযম, ত্যাগ, ধৈর্য্য ও শৃঙ্খলার শিক্ষা দেয়: সফিকুর রহমান ব্রাহ্মণপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক কুমিল্লা আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল মতিনের প্রথম জানাজায় মুসল্লিদের ঢল ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)’র ইফতার মাহফিল সম্পন্ন মনোহরগঞ্জের বিপুলাসারে চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা কুমিল্লায় বিজিবি’র অভিযানে ১ কোটি ১৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ নাঙ্গলকোটে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা শ্রীঘরে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। যারা লুটপাট করছে তাদের কথা আসছে না -বরকত উল্লাহ বুলু

কুমিল্লায় একদিনে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২৬

  • প্রকাশিতঃ বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ২০০ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লা ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। হাসপাতালে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। বুধবার ডেঙ্গু জ্বর নিয়ে ২৬ জন ভর্তি হয়েছেন কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে। বর্তমানে এই হাসপাতালে ৪০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, গত কয়েকদিন ঢাকা ও চাঁদপুর থেকে আক্রান্তরা কুমেকে চিকিৎসা নেন। এখন কুমিল্লা থেকেই আক্রান্ত হচ্ছেন। তারাও ভর্তি হচ্ছেন হাসপাতালে।

কুমিল্লা থেকে আক্রান্তদের মধ্যে দাউদকান্দি উপজেলার ২ জন, বরুড়া উপজেলা থেকে ২ জন, নাঙ্গলকোট থেকে ৩ জন, লাকসাম থেকে ১ জন, চান্দিনা থেকে ৪, বুড়িচং থেকে ১ জন, মুরাদনগর থেকে ১ জন ও সদর দক্ষিণ থেকে ১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে কুমেকে চিকিৎসা নিচ্ছেন। এই ১৫ জন কুমিল্লায় আক্রান্ত হয়েছেন। বাকি ২৫ জন ঢাকা ও চাঁদপুর থেকে আক্রান্ত হয়েছেন। মোট ৪০ জন ডেঙ্গু আক্রান্ত কুমেকে চিকিৎসা নিচ্ছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, ‘গতকাল মঙ্গলবার পর্যন্ত কুমেকে ২৬ চিকিৎসা নেয়। তার মধ্যে ৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বুধবার ২৬ জন নতুন আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।

ডা. আজিজ আরও জানান, ডেঙ্গুরোগীর চিকিৎসা ব্যবস্থাপনায় আমরা দুটি কমিটি করেছি। একটি প্রশাসনিক আরেকটি চিকিৎসকদের জন্য। এখানে ডেঙ্গু রোগীর জন্য বেড বাড়িয়ে ৭০টি করা হয়েছে। পুরুষ রোগীদের জন্য ৪০, নারী রোগীর ২০ এবং শিশুদের জন্য ১০টি।

কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন নিসর্গ মেরাজ চৌধুরী জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্তদের সঠিক সেবা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের নির্দেশনা দেয়া হয়েছে। ডেঙ্গু কর্নার খোলা হয়েছে। পর্যাপ্ত ওষুধ রয়েছে। এখন মশার আবাসস্থল ধ্বংস করতে হবে। সর্বোপরি ডেঙ্গু প্রতিরোধে সকলের সম্মিলিত সচেতনতা প্রয়োজন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত কুমিল্লায় ২১৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। যার মধ্যে ১৭৩ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর রেকর্ড নেই।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD