
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার লাকসামে আত্মগোপনে থাকা শাহাদাত হোসেন শোভন নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। সে নোয়াখালী জেলা ছাত্রলীগ সদস্য। গত কিছুদিন ধরে পরিচয় গোপন করে লাকসামে একটি শোরুমে চাকরি নেয়।
আজ সোমবার সকালে লাকসাম বাইপাস এলাকায় স্থানীয় জনসাধারণের হাতে আটক শোভন ঢাকায় মিছিল ও নাশকতায় অংশগ্রহণের কথা স্বীকার করে। তাঁর ফেসবুক আইডিতে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের পক্ষে মিছিল শ্লোগানে অংশ নেয়ার বেশ কিছু পোষ্ট লক্ষ্য করা যায়।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা বলেন, তাকে নাশকতার মামলায় গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।