মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
“হাত ধোয়ার নায়ক হোন” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল বুধবার (১৫ আক্টোবর) সকালে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে সহকারী প্রকৌশলী মোঃ জাহিদ হাসান।
বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহীদুল করিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী শফিকুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত বক্তারা বলেন আমাদের সকলের উচিত সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা এবং নিয়মিত হাত পরিষ্কার রাখা। হাত পরিষ্কার থাকলেই বিভিন্ন রোগবালাই থাকে আমরা রক্ষা পাব।