1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় লরির চাপায় প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত - Dainik Cumilla
রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ১১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
আগামী ৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সা.) মামলা তুলে নেয়াসহ সন্ত্রাসীর খুন করার হুমকি দিয়ে সাংবাদিক ও মানবাধিকার কর্মী মওদুদ আবদুল্লাহ শুভ্রকে বুড়িচংয়ের আনন্দপুর ফকির আব্দুস সালাম (রহ:) মাজার ও খানকা শরীফের মাসিক দোয়া মাহফিল অনুষ্ঠিত নাঙ্গলকোটের চৌকুড়ী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ নাঙ্গলকোটে নিজ গ্রামের রাস্তাঘাট পরিদর্শন করেন জামায়াত প্রার্থী ইয়াছিন আরাফাত ব্রাহ্মণপাড়ায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ কুমিল্লা বিসিক চাঁদাবাজির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, অজ্ঞাতপরিচয় আসামি ৫০ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের জাতীয় কাউন্সিল সম্পন্ন ব্রাহ্মণপাড়ায় মৎস্যচাষীদের পুকুরের পানি পরীক্ষা ও মৎস্য উৎপাদন বিষয়ক ক্যাম্পেইন কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ২৭ সদস্য গ্রেফতার, দেশি অস্ত্র জব্দ

কুমিল্লায় লরির চাপায় প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত

  • প্রকাশিতঃ শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৫ বার পঠিত

 

নেকবর হোসেন

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজারে সিমেন্টবাহী লরির চাপায় প্রাইভেট কারের চার যাত্রী নিহত হয়েছেন। একই ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী আহত হয়েছেন।আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোডে পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফ্ফরগঞ্জ উপজেলায় হোসেনপুর বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এখনও পর্যন্ত বিস্তারিত নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশ কনস্টেবল সাইফুল ইসলাম বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার ইউটার্নের ঢাকামুখি লেনে একটি যাত্রীবাহী বাস উল্টো পথে এসে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। এই সময় বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই লরিটি বাসটিকে পাশ কাটাতে গিয়ে উল্টে যায়। বাসের পেছনে থাকা প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশাটি লরির নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালকসহ চার যাত্রী নিহত হন। আহত হন অটোরিকশায় থাকা আরও দুজন।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, এই দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। পুলিশ মরদেহ ও দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটি উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানায় নিয়ে গিয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, দুপুর সাড়ে ১২টায় দুর্ঘটনা ঘটলেও দুপুর আড়াইটা পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ওপর থেকে উল্টে যাওয়া লরিটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD