1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা জেলায় গ্রাম আদালতের সক্রিয়তা অনেক বৃদ্ধি পেয়েছে :জেলা প্রশাসক - Dainik Cumilla
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১০:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা জেলায় গ্রাম আদালতের সক্রিয়তা অনেক বৃদ্ধি পেয়েছে :জেলা প্রশাসক ব্রাহ্মণপাড়ায় যুবদল নেতা আব্দুর রহিম অপুর মায়ের ইন্তেকাল ‎ব্রাহ্মণপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ কুমিল্লা জেলা পুলিশে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত দাউদকান্দির রহমত আলী পেলেন মৎস্য খাতে জাতীয় স্বর্ণপদক কুমিল্লায় নারীসহ ৩ জন মাদক কারবারি আটক বরুড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত ব্রাহ্মণপাড়ায় নদী থেকে উদ্ধার করা মর্টার শেলটি নিষ্ক্রিয় করলো সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট লাকসামে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল দাউদকান্দিতে সদ্যযোগদানকৃত ইউএনও’র সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময়

কুমিল্লা জেলায় গ্রাম আদালতের সক্রিয়তা অনেক বৃদ্ধি পেয়েছে :জেলা প্রশাসক

  • প্রকাশিতঃ সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১ বার পঠিত

নেকবর হোসেন

বাংলাদেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির পথকে সহজ করার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম চলছে। এই প্রকল্পের সুনির্দিষ্ট একটি উদ্দেশ্য হলো স্থানীয়ভাবে সহজে, কম খরচে, দ্রুত এবং স্বচ্ছ প্রক্রিয়ায় বিরোধ নিষ্পত্তি করা এবং অন্যায়ের প্রতিকার লাভের জন্য তৃণমূলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষত নারীদের সক্ষমতা বৃদ্ধি করা।

সোমবার (১৮ আগষ্ট) বেলা ১১ ঘটিকায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে গ্রাম আদালত প্রকল্পের ‘গ্রাম আদালত কার্যক্রম’ সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমিরুল কায়ছার, জেলা প্রশাসক, কুমিল্লা। সভায় সভাপতিত্ব করেন মোঃ মেহেদী মাহমুদ আকন্দ, উপপরিচালক, স্থানীয় সরকার, কুমিল্লা।

সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনের করনীয় বিষয়ে আলোচনা করা হয়। একই সাথে মামলার পরিসংখ্যান তুলে ধরা হয়। পরিসংখ্যানে দেখা যায় যে, গত সাত মাসে গ্রাম আদালতে ক্রমবর্ধমান ভাবে মামলা সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ৫ই ২০২৪ এর পরে কুমিল্লা জেলাতে গ্রাম আদালত কিছুটা মন্থর হলেও বর্তমানে অনেক সক্রিয় হয়ে উঠেছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক, মোঃ আমিরুল কায়ছার, বলেন, ছোট ছোট দেওয়ানী মামলা থেকে অনেক সময় বড় ফৌজদরি অপরাদের সৃষ্টি হতে পারে। ছোট থাকা অবস্থায় গ্রাম আদালতের মাধ্যমে বিবাদ নিষ্পত্তি করতে পারে। তাহলে উচ্চ আদালতে মামলার চাপ কমবে। শুধু মাত্র জন প্রতিনিধি এটি করবেন। এটি প্রক্রিয়া অনুসরন করবেন। গ্রাম আদালত কার্যকর করতে হলে মানুষকে জানাতে হবে। চেয়ারম্যানদের দ্রুত ট্রেনিং এর ব্যবস্তা করতে হবে। সভাপতি জনাব মোঃ মেহেদী মাহমুদ আকন্দ, উপপরিচালক, স্থানী সরকার বলেন, আমরা আপনাদের যে সমন্বয় মিটিং করছি এর কারণ আপনারা জানেন। আপনারা আরো বেশি বেশি প্রচার প্রচারণা বৃদ্ধি করবেন। আমরা যত বেশি প্রচার প্রচারণা চালাতে পারবো গ্রাম আদালত তত বেশি সক্রিয় হয়। কুমিল্লা জেলার ১৯৩টি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতে মামলা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে উচ্চ আদালতে মামলার চাপ কমবে।

এছাড়া মোহাম্মদ সাইফুল মালিক, অতিরিক্ত পুলিশ সুপার; মালিহা সুলতানা, সহকারি কমিশনারসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান গণ, বিভিন্ন এনজিও প্রতিনিধি, সংবাদিকগণ ও গ্রাম আদালত প্রকল্পের ২ জন ডিস্ট্রিক্ট ম্যানেজার উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD