নাঙ্গলকোট প্রতিনিধি:
দলীয় গঠনতন্ত্রকে উপেক্ষা করে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক জাকারিয়া তাহের সুমনের একক সিদ্ধান্তে নাঙ্গলকোট উপজেলা ১৬টি ইউনিয়নের একতরফা আমি-ডামি নির্বাচন হচ্ছে দাবি করে নির্বাচন বর্জন করার ঘোষণা দিয়েছে বিভিন্ন ইউনিয়ন বিএনপি। এ ব্যাপারে সোমবার রাতে নাঙ্গলকোট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বটতলী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল বাতেন বাচ্চু মহুরি, সিনিয়র সহ সভাপতি কাজী মাঈন উদ্দিন, দৌলখাঁড় ইউনিয়ন সহ সভাপতি শাহ আলম, মক্রবপুর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক কবির খান, হেসাখাল ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ছালেহ আহম্মেদ মানিক, মক্রবপুর ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হক।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।