নেকবর হোসেন
কুমিল্লায় খোদেজা বেগম (৪৬) নামে এক নারীকে গলায় ছুরিকাঘাতে জবাই করে হত্যাচেষ্টার ঘটনায় হামলাকারী রং মিস্ত্রি মোঃ শাহীনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১ জুলাই) ভোরারাতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নের ঝিকড্ডা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী খোদেজা বেগম গুনবতী ইউনিয়নের ঝিকড্ডা গ্রামের মৃত মুছা কলিম উল্লার স্ত্রী এবং হামলাকারী শাহিন একই গ্রামের পাশ্ববর্তী বাড়ির মৃত ছায়েদুল হক ছুট্ট মিয়ার ছেলে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন জানান, গলায় গুরুতর আঘাতপ্রাপ্ত ওই নারীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, খোদেজা বেগমের নতুন বিল্ডিং ঘরের রংয়ের কাজ করতেন হামলাকারী শাহিন (৪০)। খোদেজা বেগমের একমাত্র ছেলে সোহাগ সৌদি প্রবাসী এবং একমাত্র মেয়ে লিমা আক্তার তার স্বামীর বাড়ি তারাসাইলে অবস্থান করছেন।
ভুক্তভোগী খোদেজা বেগম ব্যতীত ঘরে আর কেউ না থাকায় মঙ্গলবার (১ জুলাই) ভোররাতে চুরি কিংবা অন্য কোন উদ্দেশ্যে বসতঘরে প্রবেশ করেন অভিযুক্ত শাহিন। পরে চিৎকার শুনে আশেপাশের মানুষ এসে খোদেজা বেগমকে রক্তাক্ত অবস্থায় দেখে চৌদ্দগ্রাম থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ভুক্তভোগীকে উদ্ধার করে নিয়ে যায়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন আহমেদ জানান, ‘ঘটনাটি শুনে আমি তাৎক্ষণিক পুলিশের একটি টিম পাঠাই। ভিকটিম তখনও ক্ষীণ স্বরে হামলাকারীর নাম ও পিতার নাম বলতে পারছিলো। হামলাকারীর নাম শাহীন (৪০), পেশায় রং মিস্ত্রি, তার পিতা মৃত ছায়েদুল হক ছুট্ট মিয়া। তাকে তাৎক্ষণিক তার বসতঘর থেকে আটক করা হয়েছে। ভিকটিমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।