1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় এক নারীকে জবাই করে হত্যাচেষ্টা, হামলাকারী আটক - Dainik Cumilla
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিসেম্বরে নির্বাচন দেন,সেনাবাহিনী প্রস্তুত আছে-কুমিল্লায় বরকত উল্লাহ বুলু জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ৫৪ বছরের কলঙ্কমুক্ত হবে দেশ: জামায়াত নেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের “ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্রে শ্রমিকরা আর যাবে না” -আব্দুস সালাম আবৃত্তি সংসদ কুমিল্লার কার্যকরী কমিটি পুনর্গঠন সভাপতি-সুমনা, সাধারণ সম্পাদক-আকাইদ বেগম খালেদা জিয়ার জন্মদিনে নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়নের বিষ্ণপুর ওয়ার্ড যুবদলের দোয়া ও মিলাদ মাহফিল বুড়িচংয়ে মা-মেয়ের আত্মহত্যা সৎকার কাজে উপজেলা প্রশাসনের সহায়তা চৌদ্দগ্রামে শ্বাসরোধে গৃহবধূকে হত্যার অভিযোগ, থানায় মামলা আলাউদ্দিন মেম্বারের কবর জিয়ারত ও আলিয়ারা গ্রামবাসীর সাথে জামায়াত প্রার্থী ইয়াছিন আরাফাতের মতবিনিময় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চুরি করা মোবাইল বিক্রি করতে গিয়ে ২ চোর আটক, গাছে বেঁধে গণধোলাই

কুমিল্লায় এক নারীকে জবাই করে হত্যাচেষ্টা, হামলাকারী আটক

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৫৪ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লায় খোদেজা বেগম (৪৬) নামে এক নারীকে গলায় ছুরিকাঘাতে জবাই করে হত্যাচেষ্টার ঘটনায় হামলাকারী রং মিস্ত্রি মোঃ শাহীনকে আটক করেছে পুলিশ।

‎মঙ্গলবার (১ জুলাই) ভোরারাতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নের ঝিকড্ডা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী খোদেজা বেগম গুনবতী ইউনিয়নের ঝিকড্ডা গ্রামের মৃত মুছা কলিম উল্লার স্ত্রী এবং হামলাকারী শাহিন একই গ্রামের পাশ্ববর্তী বাড়ির মৃত ছায়েদুল হক ছুট্ট মিয়ার ছেলে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন জানান, গলায় গুরুতর আঘাতপ্রাপ্ত ওই নারীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
‎স্থানীয় সূত্রে জানা যায়, খোদেজা বেগমের নতুন বিল্ডিং ঘরের রংয়ের কাজ করতেন হামলাকারী শাহিন (৪০)। খোদেজা বেগমের একমাত্র ছেলে সোহাগ সৌদি প্রবাসী এবং একমাত্র মেয়ে লিমা আক্তার তার স্বামীর বাড়ি তারাসাইলে অবস্থান করছেন।

ভুক্তভোগী খোদেজা বেগম ব্যতীত ঘরে আর কেউ না থাকায় মঙ্গলবার (১ জুলাই) ভোররাতে চুরি কিংবা অন্য কোন উদ্দেশ্যে বসতঘরে প্রবেশ করেন অভিযুক্ত শাহিন। পরে চিৎকার শুনে আশেপাশের মানুষ এসে খোদেজা বেগমকে রক্তাক্ত অবস্থায় দেখে চৌদ্দগ্রাম থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ভুক্তভোগীকে উদ্ধার করে নিয়ে যায়।

‎চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন আহমেদ জানান, ‘ঘটনাটি শুনে আমি তাৎক্ষণিক পুলিশের একটি টিম পাঠাই। ভিকটিম তখনও ক্ষীণ স্বরে হামলাকারীর নাম ও পিতার নাম বলতে পারছিলো। হামলাকারীর নাম শাহীন (৪০), পেশায় রং মিস্ত্রি, তার পিতা মৃত ছায়েদুল হক ছুট্ট মিয়া। তাকে তাৎক্ষণিক তার বসতঘর থেকে আটক করা হয়েছে। ভিকটিমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD