1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
উদ্বোধন করা হল লাকসামের নবাব ফয়জুন্নেছা জমিদার বাড়ি জাদুঘরের তিনটি গ্যালারি ও অন্দর মহল - Dainik Cumilla
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় জামায়াতের ৪ প্রার্থীর নাম ঘোষণা কুমিল্লায় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের সহায়তায় বিভিন্ন আঞ্চলিক সংগঠনের হেল্পডেস্ক ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে ধর্ষণের পর চুল কেটে দেয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-১ কিছু নামধারী ছাত্র আজ আমাদের সমাজকে কলুষিত করতে চায় : মুরাদনগরে কায়কোবাদ চৌদ্দগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত আটক নাঙ্গলকোটে সন্ত্রাসী হামলায় দু’ ছাত্রদল নেতা আহত, ধারালো অস্ত্র সহ যুবলীগ নেতা আটক কুমিল্লায় স্ত্রীকে হত্যা করে লাশ ঘরে রেখে স্বামীর থানায় আত্মসমর্পণ কুমিল্লা সদর দক্ষিণে বাসচাপায় নিহত ১

উদ্বোধন করা হল লাকসামের নবাব ফয়জুন্নেছা জমিদার বাড়ি জাদুঘরের তিনটি গ্যালারি ও অন্দর মহল

  • প্রকাশিতঃ শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৩৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার লাকসামে নবাব ফয়জুন্নেছা জমিদার বাড়ি জাদুঘরের তিনটি গ্যালারি ও অন্দর মহল উদ্বোধন করা হয়েছে।

গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাদুঘরের মহাপরিচালক নাফরিজা শ‍্যামা উপস্থিত থাকার কথা থাকলেও অনিবার্য কারণে তিনি উপস্থিত হতে পারেননি। ফলে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলাম, জাতীয় জাদুঘরের সচিব সাদেকুল ইসলাম।

এসময়ে অন্যান‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দৈনিক নতুন সময় পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও জাদুঘরের সমন্বয়কারী এম এস দোহা, লাকসাম নবাববাড়ি জাদুঘর ইনচার্জ মো. আনোয়ার হোসেন ও সামাজিক সাংস্কৃতিক পরিমন্ডলের ব্যক্তি বর্গ।

উদ্বোধনকৃত নতুন ৩টি গ্যালারীতে নবাব ফয়জুন্নেছার স্মৃতিবিজড়িত ১২৫টি নতুন নিদর্শন স্থান পায়। এসময় অতিথিশালা ‘সমন’ উম্মুক্ত করা হয় করা হয়। এতে নবাব পরিবারের সদস্যরা বিনা ফিতে তিনদিন পর্যন্ত অবস্থান করতে পারবেন। পর্যটকদের জন্য সরকারি ফি পরিশোধ সাপেক্ষে অবস্থানের সুবিধা রাখা হয়েছে। সেই সাথে শীঘ্রই নবাব ফয়জুন্নেছা হাউজের দ্বিতীয় তালায় গ্যালারী সংযুক্ত করার পদক্ষেপে বিষয়টি জানানো হয়।

উল্লেখ্য, নবাব ফয়জুন্নেছা চৌধুরানী ১৮৩৪ খ্রিস্টাব্দে বর্তমান কুমিল্লা জেলার লাকসাম উপজেলার পশ্চিমগাঁয়ে জন্ম গ্রহন করেন। উত্তরাধিকার সূত্রে পিতার জমিদারি তিনি লাভ করেন। তিনি প্রজাহিতৈষী জমিদার ছিলে। ১৮৭৩ খ্রিস্টাব্দে তিনি কুমিল্লা উচ্চ বিদ্যালয় স্থাপন করেন। শিক্ষা বিস্তারে তাৎপর্যপূর্ণ অবদান রেখে তিনি ১৯০৩ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। ২০২৪ খ্রিস্টাব্দে তিনি মরণোত্তর একুশে পদক লাভ করেন। লাকসামের পশ্চিমগাঁয়ে নবাব ফয়জুন্নেছার স্মৃতি বিজড়িত বাড়িটি অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয়।

নবাব ফয়জুন্নেছা চৌধুরানী বিগত ১২৯৮ বঙ্গাব্দ ৩০ জ্যৈষ্ঠ তারিখে ওয়াকফ দলিলে জমিদার বাড়িটি ওয়াকফ লিল্লাহ করেন। উক্ত ওয়াকফ এস্টেটটি ১৯৩৫ খ্রিস্টাব্দের ১১ ডিসেম্বর পাবলিক/লিল্লাহ সম্পদ হিসেবে ই.সি.নং ৫৪৮ নথিতে বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের তালিকাভুক্ত একটি ওয়াকফ এস্টেট।

ওয়াকফ দলিলে মোট জমির পরিমাণ ২১ ৬২৫.২৮ একর। তারমধ্যে ২১৩২৭.৯১ একর প্রজাবিলি সম্পদ।খাস ও নিজ দখলীয় ওয়াকফ সম্পদের পরিমাণ ২৯৭.৩৭ একর। আরএস খতিয়ানে এই জায়গার সঠিক পরিমাণ জানা যায়নি। তবে বিএস খতিয়ানে জায়গার পরিমাণ কমে প্রায় ১০ একরে দাঁড়িয়েছে।

ওয়াকফ দলিলের শর্ত হিসেবে মোতাওয়াল্লীর জবাবদিহিতা, ধর্মীয় ও জনকন্যালমুলক কর্ম সম্পাদন বিষটি গুরুত্ব পায়। মসজিদ, মাদরাসা, এতিমখানা, মুসাফির খানা, লিল্লাহ বোডিং পরিচালনার কথা বলা হয়েছে। এজন্য মোতাওয়াল্লীর জন্য মাসিক বেতন বা সন্মানি নির্ধারন করা হয়।

নবাব ফয়জুন্নেছার ওয়াকফ রাহে লিল্লাহ দলিলের অধিকাংশ সম্পদ মোতয়াল্লীদের কারসাজিতে বেহাত হয়ে গেছে। কখনো মোতয়াল্লী ওয়াকফ দলিল গোপন করে মালিক সেজে বিক্রি করেছেন। আবার কখনো অন্যকে মোতয়াল্লী বানিয়ে নিজেই ওয়াকফ সম্পদের মালিক হয়েছেন।

মুলত এসব কারনে হারাতে বসেছিলো পশ্চিমগাও নবাব বাড়ির স্থাবর অস্থাবর সম্পদ। বাড়ির দরজা জানালা উধাও। বাধ্য হয়ে সরকার ২০১৭ সালে গেজেটের মাধ্যমে নবাব ফয়জুন্নেছা বাড়ির ৪.৫৫ একর জায়গা প্রত্নতত্ত্ব সম্পদ হিসেবে ঘোষণা করে। দীর্ঘদিন বিভিন্ন জটিলতার কারনে সংস্কার, অযত্ন ও অবহেলার কারনে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে নওয়াব ফয়জুন্নেসার স্মৃতিবিজড়িত পশ্চিমগাঁয়ের বাড়িটি। বেদখল হয়ে গেছে ওয়াকফ এস্টেটের অনেক জায়গা। লুটপাট হয়েছে অনেক ঐতিহাসিক ও মুল্যবান নিদর্শন। ধীরে ধীরে বাড়ির ইট বালু খুলে নেয়ার প্রস্তুতি চলছিলো।

তৎকালীন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে.এম.খালিদ গত ২০২৩ সালের ২ জুন নবাব ফয়জুন্নেছার বাড়ী পরির্দশন করেন এবং যাদুঘর প্রতিষ্ঠার ঘোষণা দেন। ওই বছরের ২৮ আগস্ট সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের ১৩৯.২০-৩৭০ স্মারকে জাদুঘরের শাখা চালুর সিদ্ধান্তের সুবাদে ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাথে জাতীয় জাদুঘরের সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। ২০২৩ সালের ৬ নভেম্বর আনুষ্ঠানিকভাবে নবাব ফয়জুন্নেছা চৌধুরীর বাড়িতে জাদুঘর উদ্বোধন করা হয়। উদ্বোধনকৃত ওই তিনটি গ্যালারী দর্শনার্থীদের জন‍্য বিশ টাকা ফি’র বিনিময়ে প্রদর্শিত হয়ে আসছে।
তৎকালীন স্থানীয় সরকার মন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব ও ওয়াকফ প্রশাসকসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সর্বশেষ গত ২০২৪ সালের ২৭ মে নবাব ফয়জুন্নেছা চৌধুরীর স্মৃতি বিজড়িত বাড়িতে জাদুঘর পরিচালনার জন্য বাংলাদেশ ওয়াকফ প্রশাসন ও জাতীয় জাদুঘরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এতে ওয়াকফ প্রশাসনের ক্ষমতা অটুট রেখে জাদুঘর পরিচালনা সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD