1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
চৌদ্দগ্রামে বৈলপুর পশ্চিম পাড়া তরুন সংঘ ও ইসলামী পাঠাগারের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত - Dainik Cumilla
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
লাকসামে পুলিশ কনস্টেবলকে কুপিয়ে জখম করলো স্বেচ্ছাসেবকদল নেতা চৌদ্দগ্রামের বদরপুরে মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত নাঙ্গলকোটে আনোয়ার ভূঁইয়া ফুটবল একাডেমির ডাবল এলইডি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত কুমিল্লা মহাসড়কে বিভিন্ন খাবারের হোটেলে যৌথ বাহিনীর অভিযান নাঙ্গলকোটের দৌলখাঁড় ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতির ঈদ পুনর্মিলনী নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মীলনী কুমিল্লায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার নাঙ্গলকোটে কৃষকদল নেতার বাড়িতে ছাত্রলীগ নেতার হামলা, হত্যা চেষ্টা ও অপহরণের হুমকি বুড়িচংয়ে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগ মিলে ছাত্রদল নেতার অফিস ভাঙচুর

চৌদ্দগ্রামে বৈলপুর পশ্চিম পাড়া তরুন সংঘ ও ইসলামী পাঠাগারের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১২২ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

 

কুমিল্লার চৌদ্দগ্রামে কেক কেটে ঈদ উদযাপন, আলোচনা সভা ও আনন্দ ভাগাভাগি করার মাধ্যমে বৈলপুর পশ্চিম পাড়া তরুন সংঘ ও ইসলামী পাঠাগারের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ সময় বৈলপুর তরুন সংঘ ও ইসলামী পাঠাগারের সদস্যবৃন্দ সহ প্রবাসী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আবেগঘন মুহুর্তে উপস্থিত সকলে একে অপরের সাথে কোলাকুলি, সালাম ও কুশল বিনিময় করা সহ তরুন সংঘের উদ্যোগে বিভিন্ন সময় বাস্তবায়িত ও চলমান কার্যক্রম সহ ভবিষ্যত পরিকল্পনার কথা তুলে ধরেন। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বৈলপুর পশ্চিম পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ¦ কাজী মো: তাজুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মন্তু মিয়া, মাস্টার রফিকুল ইসলাম, প্রবাসী মো: আবুল হাশেম, মো: মুজিবুল হক, ডা. মো: তাজুল ইসলাম, বৈলপুর পশ্চিম পাড়া জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আব্দুল্লাহিল ফারুক, প্রবাসী মো: একরামুল হক, সমাজসেবক ডা. আলমগীর হোসেন, মো: আরিফুল ইসলাম সুমন, বিশিষ্ট ব্যবসায়ী মো: সেলিম।

বৈলপুর পশ্চিম পাড়া তরুন সংঘ ও ইসলামী পাঠাগার এর সিনিয়র সদস্য মাওলানা মো: বেলাল হোসেন এর পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তরুন সংঘের সিনিয়র সদস্য, সৌদি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: মাকসুদুর রহমান, তরুন সমাজসেবক ও শিক্ষানুরাগী মো: জামাল হোসেন, কাজী আব্দুর রহিম বাপ্পি প্রমুখ। অনুষ্ঠান শেষে তরুন সংঘের পক্ষ থেকে এলাকার পাঁচজন কৃতি শিক্ষার্থীকে তাদের ভালো কর্মকান্ডের জন্য উদ্দীপনা পুরস্কার প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এমন কার্যক্রম চলমান থাকবে বলে তরুন সংঘের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ব্যতিক্রমী এ আয়োজনের জন্য এলাকাবাসী সন্তোষ প্রকাশ করে তরুন সংঘের নীতি-নির্ধারনী ফোরাম সহ সকল প্রবাসীদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD