1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ইসলামিক স্টাডিজ বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত - Dainik Cumilla
সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ৫০ লাখ টাকার ভারতীয় সিটিরিজিন ট্যাবলেট আটক সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মুরাদনগরে মানববন্ধন কুমিল্লা জেলায় গত জুলাই মাসে ১১টি হত্যা আইনজীবী কালাম হত্যা মামলায় সাবেক এমপি বাহার-সুচনাসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট তিতাসে পরকীয়ার জেরে যুবককে ডেকে এনে ৪ টুকরো করে হত্যা: অন্তঃসত্ত্বা স্ত্রীসহ স্বামী আটক ‎আজকের শিক্ষার্থীরা আগামীদিনের দেশ ও জাতির কর্ণধার: ড. মোবারক হোসাইন ব্রাহ্মণপাড়ায় গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মানব বন্ধন ব্রাহ্মণপাড়ায় মাধবপুর কেন্দ্রীয় জামে মসজিদে ৩৩ বছর ইমামতির পর ফুল সজ্জিত গাড়িতে ইমামের রাজকীয় বিদায় নাঙ্গলকোট আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন কমিশনে জামায়াতের স্মারকলিপি চৌদ্দগ্রামে মহাসড়ক পারাপারের সময় বাসের ধাক্কায় নারী নিহত

ইসলামিক স্টাডিজ বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১১২ বার পঠিত

 

 

কলেজ প্রতিনিধি।।

পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ১৮ মার্চ (মঙ্গলবার) কলেজ ক্যাম্পাসে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ফিরোজ-উল-আলম চৌধুরী। আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান ড. মোশাররফ হোসাইন। এছাড়া, ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

প্রোগ্রামটি শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে, যা পরিবেশন করেন মোঃ সাইফুল ইসলাম। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ তরিকুল ইসলাম। অনুষ্ঠানে সুরের মূর্চনায় মাতান জনপ্রিয় সংগীত শিল্পী নাজমুল হাসান।

রমজানের আত্মশুদ্ধি ও শিক্ষা নিয়ে বক্তব্য রাখেন প্রথম বর্ষের থেকে ইমরান হোসেন,
,দ্বিতীয় বর্ষের মোঃ নাসির হোসেন, তৃতীয় বর্ষের থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন নাজমুল হক , মাস্টার্স থেকে রমজানের আত্মশুদ্ধি ও বিভাগীয় একতা নিয়ে বক্তব্য দেন আব্দুল্লাহ আল মামুন ।

 

আমন্ত্রিত অতিথি প্রফেসর ফিরোজ-উল-আলম চৌধুরী সিয়াম ও আত্মশুদ্ধি নিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান ড. মোশাররফ হোসাইন। তিনি বলেন, “বিগত বছরগুলোতে এ ধরনের সমন্বিত আয়োজন করার সুযোগ হয়নি। আলহামদুলিল্লাহ, এবার আমরা তা করতে পেরেছি, এবং এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” তিনি শিক্ষার্থীদের আগামীর অনুষ্ঠানে আরও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

 

অবশেষে, বিভাগীয় প্রধান ড. মোশাররফ হোসাইন দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD