1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লায় যুবদল নেতা তৌহিদুলের স্মরনে শোক সভা ও দোয়া - Dainik Cumilla
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রমিকদের অধিকার এখনো নিশ্চিত হয়নি -ড. সরওয়ার ছিদ্দিকী বৈষম্য বিরোধী ব্যানারে উপদেষ্টার পদত্যাগ দাবি করে মিছিল করা আ’লীগ -ছাত্রলীগ দোসরদের অচিরেই গ্রেফতার করতে হবে ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতে অতিরিক্ত ভাড়া ও যানজট নিয়ন্ত্রনে অভিযান নাঙ্গলকোট বিএনপির পরিচিতি সভায় হট্টগোল কুমিল্লার লাকসামে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার নেকবর হোসেন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে উপহার হিসেবে চৌদ্দগ্রামের বন্যা দুর্গতরা পেলো ১০টি ঘর নাঙ্গলকোট বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে ক্রীড়া, সাংস্কৃতিক ও বিদায় সংবর্ধনা কুমিল্লার বরুড়া পাচঁটি দোকানকে ভ্রাম্যমাণ আদালত ৪৭ হাজার টাকা জরিমানা ব্রাহ্মণপাড়া চান্দলা ইসলামিয়া গাউছিয়া আলিম মাদ্রাসার সভাপতি হলেন অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপি নবগঠিত কমিটির পরিচিতি সভা

কুমিল্লায় যুবদল নেতা তৌহিদুলের স্মরনে শোক সভা ও দোয়া

  • প্রকাশিতঃ সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮১ বার পঠিত

 

নেকবর হোসেন প্রতিনিধি
কুমিল্লায় যৌথ বাহিনীর হেফাজতে নিহত যুবদল নেতা তৌহিদুল ইসলাম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ, দোয়া ও শোক সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (০৩ ফেব্রয়ারি) দুপুরে আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ইটাল্লা দাখিল মাদ্রাসা মাঠে এ দোয়ার আয়োজন করেন পাঁচথুবী ইউনিয়ন যুবদল।
মিলাদ ও দোয়ায় অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয়বাদী দল কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু,কেন্দ্রীয় বিএনপি’র ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সাবেক এমপি আমিন উর রশিদ ইয়াছিন, যুবদল কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহবায়ক আনোয়ারুল হক, সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, মহানগর যুবদলের আহবায়ক ফয়সালুর রহমান পাভেল, সদস্য সচিব রোমান হাসানসহ কেন্দ্রিয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তরা বলেন, গেল ৫ আগষ্টে এর পর এমন অনৈতিক হত্যাকান্ড আমরা দেখতে চাইনি। যার জন্য আমরা ১৬টি বছর পার করেছি। যুবদল নেতা তৌহিদুল ইসলাম এর হত্যাকান্ডটি জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীদের মনে দাগ কেটেছে। প্রধান উপদেষ্ঠাসহ সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তারা এ হত্যা কান্ডের সুষ্ঠ তদন্ত করে সঠিক বিচার করার আশ্বাস দিয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ হত্যাকান্ডের নিন্দা জানিয়ে সঠিক বিচার চেয়েছেন। আমরা সকলে সহসাই এ হত্যার সুষ্ঠ বিচার চাই। বক্তরা বলেন তৌহিদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে যারা তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন তাদের গ্রেপ্তার করে বিচার করতে হবে।উল্লেখ, গত ৩১ জানুয়ারি রাতে যৌথ বাহিনীর পরিচয়ে নিজ বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হয় তৌহিদুল ইসলামকে। পরদিন সকালে আহত তৌহিদুলকে গোমতী নদীর বেড়িবাঁধ থেকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD