বুড়িচং, প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলার ঘিলাতলা নিবাসী উপমহাদেশের প্রখ্যাত অলিয়ে কামেল রাহনুমায়ে তরিকত বাহরূল উলুম ছ্যৈয়দ হাছান আলী(রাহ:) এর প্রতিষ্ঠিত দরবার “উত্তরগ্ৰাম আঞ্জুমানে হাছানীয়া দরবার” শরীফের পীর মরহুম পীর ছৈয়্যদ নোমান আল হাসানী (রহ:) এর ওফাত দিবস উপলক্ষে দরবার শরীফ কমপ্লেক্সে দোয়া,মিলাদ ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
৩০ জানুয়ারি, বৃহস্পতিবার রাতে দরবার শরীফের পীর মুফতি ছৈয়্যদ আবু বকর ছিদ্দিকী নোমানী আল হাসানী মা:জি:আ: এর সভাপতিত্বে ও শাহজাদা মাওলানা ছৈয়্যদ ওমর ফারুক নোমানী ও শাহজাদা মুফতি ছৈয়্যদ ছাবের আহমেদ এর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় গুরুত্বপূর্ণ আলোচনা করেন, শাহজাদা মুফতি হাফেজ কারী ছৈয়্যদ আলাউদ্দিন নোমানী আযহারী আল হাসানী, বিশিষ্ট লেখক , সাংবাদিক ও সংগঠক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, মাওঃ মোঃ নূরে আলম খাঁন নাঈম , প্রভাষক মাওঃ মোঃ আল ইমরান,মাওঃ মোঃ শাহিনুল ইসলাম, হাফেজ মোঃ মোশাররফ হোসেন সহ আঞ্জুমানে জমিয়তে আহলুস সুন্নাহ ওলামা কমিটির নেতৃবৃন্দ। এতে দোয়া ও আখেরী মুনাজাত পরিচালনা করেন, উক্ত দরবার শরীফের বড় জামাতা হযরত এম এম ইসলাম আল কাদরী।