নিজস্ব প্রতিবেদক, লাকসাম .
কুমিল্লার লাকসামে আল-আমিন ইনস্টিটিউটের বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) ইসলামী সমাজ কল্যান পরিষদ লাকসামের সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডা. আবদুল মুবিনের সভাপতিত্বে বিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।
বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবু জাফর মজুমদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা জেলা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ও ইসলামি সমাজ কল্যান পরিষদের সহ-সভাপতি ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দীন ছিদ্দিকী, সমাজ কল্যাণ পরিষদের সেক্রেটারি ও কুমিল্লা জজকোর্টের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন, লাকসাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দীন, ইসলামী সমাজ কল্যান পরিষদের সদস্য এটিএম সিরাজুল হক, লাকসাম পৌরসভা জামায়াতের আমীর জয়নাল আবেদীন পাটোয়ারী, উপজেলা জামায়াতের আমীর হাফেজ জহিরুল ইসলাম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মাওলানা আলী আশরাফ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য এইচএম নাজমুল হাসান নোমান।
অনুষ্ঠানে কৃতিশিক্ষার্থী ও বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।