1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
লাকসামের গাজীরপাড়ে জামায়াতের পরিচিতি সভা - Dainik Cumilla
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক কুমিল্লা আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল মতিনের প্রথম জানাজায় মুসল্লিদের ঢল ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)’র ইফতার মাহফিল সম্পন্ন মনোহরগঞ্জের বিপুলাসারে চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা কুমিল্লায় বিজিবি’র অভিযানে ১ কোটি ১৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ নাঙ্গলকোটে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা শ্রীঘরে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। যারা লুটপাট করছে তাদের কথা আসছে না -বরকত উল্লাহ বুলু কুমিল্লায় বিজিবি’র অভিযানে ৩৪ লক্ষ টাকা মূল্যের অবৈধ ভারতীয় বাজি জব্দ নামাজ পড়তে বের হয়ে লাশ হয়ে ফিরল কিশোর

লাকসামের গাজীরপাড়ে জামায়াতের পরিচিতি সভা

  • প্রকাশিতঃ শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৪৮ বার পঠিত

 

ছবির ক্যাপশন-
লাকসামে গাজিরপাড়ে জামায়াতের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী।

 

নিজস্ব প্রতিবেদক, লাকসাম (কুমিল্লা) :

“তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে, যে আল্লাহর পথে আহবান করে, সৎকর্ম করে এবং বলে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত।” পবিত্র কুরআনের সূরা হা-মীম সিজদার এ আয়াতকে সামনে রেখে কুমিল্লার লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড জামায়াতের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
জুম্মাবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় গাজীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী বলেন, আবরাহার হস্তি বাহিনীকে আবাবিল পাখির মাধ্যমে যেভাবে ধ্বংস করা হয়েছিল; পাঁচই আগস্ট একইভাবে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্টকে ধ্বংস করে মহান রব আমাদেরকে একটি সুন্দর পরিবেশ করে দিয়েছেন। এখন আমরা যদি সে রবের শুকরিয়া আদায় না করি, স্মরণ না করি তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমরা যদি এ সময়কে কাজে লাগাতে না পারি, প্রত্যেক বাড়িতে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক প্রত্যেক গ্রামের প্রতিটি মানুষের কাছে ইসলামী আন্দোলনের, ইসলামের সুমহান আদর্শকে পৌঁছাতে না পারি তাহলে আমাদেরকে মহান রবের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

পরিচিতি সভায় প্রধান বক্তা লাকসাম উপজেলা জামায়াতের আমীর হাফেজ জহিরুল ইসলাম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে প্রতিষ্ঠার আন্দোলন করে না। একমাত্র আল্লাহর আইন বাস্তবায়নের লক্ষ্যেই জামায়াতে ইসলামী আন্দোলন করে।
সভায় বিশেষ বক্তা ছিলেন, গোবিন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আবুল বাশার।
গোবিন্দপুর ইউনিয়ন জামায়াতের সহ-সেক্রেটারি মাসুদ আলম খন্দকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন,
লাকসাম উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য, গোবিন্দপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ফখরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা মোস্তাফিজুর রহমান, সহ সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার ৮নং ওয়ার্ড জামায়াতের আমীর মোঃ আব্দুল জলিল, মাওলানা মাকসুদুর রহমান, ৭নং ওয়ার্ডের সহ-সভাপতি সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট নেতাকর্মীবৃন্দ।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD